মেঘলা চিতা জাতীয় উদ্যান | |
---|---|
অবস্থান | ত্রিপুরা, ভারত |
স্থানাঙ্ক | ২৩°৪০′৫.৬০″ উত্তর ৯১°১৯′২১.১৬″ পূর্ব / ২৩.৬৬৮২২২২° উত্তর ৯১.৩২২৫৪৪৪° পূর্ব |
আয়তন | ৫.০৮ বর্গকিলোমিটার (১.৯৬ বর্গমাইল) |
স্থাপিত | ২০০৭ |
মেঘলা চিতা জাতীয় উদ্যান হলো ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত একটি জাতীয় উদ্যান। এটি সিপাহীজলা বন্যপ্রাণ অভয়ারণ্যের অন্তর্ভুক্ত।[১] এটি প্রায় ৫.০৮ বর্গকিলোমিটার (১.৯৬ বর্গমাইল) এলাকাজুড়ে অবস্থিত।[২] এই বনে চশমাপরা হনুমানসহ প্রায় চার ধরনের বানর প্রজাতির বসবাস রয়েছে।[৩]
মেঘলা চিতা জাতীয় উদ্যানের অবস্থান রাজ্যের রাজধানী আগরতলা থেকে ২৮ কিলোমিটার দূরত্বে। সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর মহারাজা বীর বিক্রম বিমানবন্দর বন থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |