ক্রীড়া | ক্রিকেট |
---|---|
সংক্ষেপে | এমসিএ |
অধিভুক্ত | বিসিসিআই |
অবস্থান | মেঘালয় |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
megsports | |
![]() |
মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন হল ভারতের মেঘালয় রাজ্য এবং মেঘালয় ক্রিকেট দলের ক্রিকেট কার্যক্রম পরিচালনাকারী সংস্থা।[১] [২] [৩] এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাথে পূর্ণ সদস্য হিসাবে অনুমোদিত। শ্রী ড্যানি মারাক অ্যাসোসিয়েশনের প্রধান, আর শ্রী গিডিয়ন খারকংগর নতুন অনারারি সেক্রেটারি।[৪]