মেড ইন চায়না | |
---|---|
পরিচালক | মখিল মুসালে |
প্রযোজক |
|
রচয়িতা |
|
চিত্রনাট্যকার | মখিল মুসালে |
কাহিনিকার |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শচীন-জীগার |
চিত্রগ্রাহক | অনুজ রাকেশ ধাওয়ান |
সম্পাদক | মনান আশ্বিন মেহতা |
প্রযোজনা কোম্পানি | * ম্যাডক ফিল্মস
|
পরিবেশক |
|
মুক্তি | ২৫ অক্টোবর, ২০১৯ |
স্থিতিকাল | ১২৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
মেড ইন চায়না আসন্ন ভারতীয় হিন্দি চলচ্চিত্র যার পরিচালক হলেন মিখিল মুসালে।[১][২] চলচ্চিত্রটির প্রযোজক দীনেশ ভিজান। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, মৌনী রায়, বোমান ইরানি প্রমুখ। চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৫ অক্টোবর মুক্তি পায়।[৩][৪][৫][৬]
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয় চীন ও আহমেদাবাদে।[১][৭] ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ আরম্ভ হয়।[১][২] ২০১৯ সালের মে মাসের শেষের দিকে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৮]