মেধা পাটকর | |
---|---|
![]() | |
জন্ম | |
প্রতিষ্ঠান | নেশনাল এলায়েন্স ফর পিপলস মুভমেন্ট (National Alliance of People's Movements, NAPM) |
আন্দোলন | নর্মদা বাঁচাও আন্দোলন |
মেধা পাটকর (ইংরেজি: Medha Patkar, মারাঠী:मेधा पाटकर) ভারতবর্ষের একজন প্রথম সারির সমাজকর্মী।[১]. নর্মদা বাঁচাও আন্দোলনএ পালন করা উল্লেখনীয় ভূমিকার জন্য ইনি বিখ্যাত। ইনি এখনও জীবিত
১৯৫৪ সালের ১ ডিসেম্বরে মহারাষ্ট্রএর মুম্বাইয়ে মেধা পাটকরের জন্ম হয়।
টাটা সামাজিক বিজ্ঞান সংস্থানের থেকে সমাজ সেবা বিভাগে ইনি স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
২০১০ সালে মহারাষ্ট্র রাজ্যের জৈতাপুর আণবিক শক্তি প্রকল্পর বিরোধিতা না করার জন্য মেধা পাটকরের উপর স্থানীয় সমাজকর্মীসমূহ অসন্তুস্ট হয়ে ওঠে। একজন স্থানীয় সমাজকর্মী "মেধা পাটকর নিজেই আগেভাগে নেওয়া বিষয়সমূহ পরিত্যাগ করেন। তাঁর কথার এরপর আর গুরুত্ব সহকারে বিবেচনা করা যাবে না" মন্তব্য দিয়ে।[৩]