মেভলুত কাভুসোগলু | |
---|---|
পররাষ্ট্র মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৪ নভেম্বর ২০১৫ | |
রাষ্ট্রপতি | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
প্রধানমন্ত্রী | আহমেত দাভুতোগলু বিনালি ইলদিরিম |
পূর্বসূরী | ফেরিদুন সিনিরলিওগলু |
কাজের মেয়াদ ২৯ আগষ্ট ২০১৪ – ২৮ আগষ্ট ২০১৫ | |
প্রধানমন্ত্রী | আহমেত দাভুতোগলু |
পূর্বসূরী | আহমেত দাভুতোগলু |
উত্তরসূরী | ফেরিদুন সিনিরলিওগলু |
ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী | |
কাজের মেয়াদ ২৫ ডিসেম্বর ২০১৩ – ২৯ আগষ্ট ২০১৪ | |
প্রধানমন্ত্রী | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
পূর্বসূরী | এজিম্যান বেগিস |
উত্তরসূরী | ভোকান বোজকির |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আলানিয়া, তুরস্ক | ৫ ফেব্রুয়ারি ১৯৬৮
রাজনৈতিক দল | ন্যায়বিচার ও উন্নয়ন দল |
দাম্পত্য সঙ্গী | হুলিয়া কাভুসোগলু |
সন্তান | ১ |
প্রাক্তন শিক্ষার্থী | আঙ্কারা বিশ্ববিদ্যালয় (বিএ) লং আইল্যান্ড ইউনিভার্সিটি (এমএ) |
স্বাক্ষর |
মেভলুত চাভুশওলু বা চাভুসওগ্লু (তুর্কি উচ্চারণ: [mevlyt ˈtʃavuʃˌoːɫu]; জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৬৮) একজন তুর্কি কূটনীতিক এবং রাজনীতিবিদ। তিনি ২৪ নভেম্বর ২০১৫ সাল থেকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি এর আগে আগস্ট ২০১৪ থেকে আগস্ট ২০১৫ সালে[১] একই পদে দায়িত্ব পালন করেন। তিনি তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য। তিনি সেখানে আন্টালিয়া প্রদেশের প্রতিনিধিত্ব করেন। ২০০২ সালের সাধারণ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। তিনি ন্যায়বিচার ও উন্নয়ন দল (একেপি) এর প্রতিষ্ঠাতা সদস্য।[২][৩] তিনি ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কাউন্সিল অফ ইউরোপের সংসদীয় পরিষদের সভাপতি ছিলেন।
চাভুশওলু বিবাহিত, তার এক সন্তান রয়েছে।[২] তিনি তুর্কি, ইংরেজি, জার্মান এবং জাপানি ভাষায় কথা বলেন। তিনি রুশ ভাষায়ও সীমিত পরিসরে কথা বলেন।[৪] তিনি নিজেকে "মধ্যমপন্থী” বলে বর্ণনা করেন।[৫] তার ভাই হাসান আলানিয়াস্পোর ফুটবল ক্লাবের সভাপতি।
ফিতা বার | পুরস্কার বা অলঙ্করণ | দেশ | তারিখ | স্থান | দ্রষ্টব্য | উদ্ধৃতি |
---|---|---|---|---|---|---|
ইউক্রেনের অর্ডার অফ মেরিট (তৃতীয় শ্রেণী) | ইউক্রেন | ২৪ আগষ্ট ২০১৩ | কিইভ | [৬][৭] | ||
গ্র্যান্ড কর্ডন অফ দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান | জাপান | ৯ আগষ্ট ২০১৯ | আঙ্কারা | [৮] | ||
বন্ধুত্বের আদেশ | আজারবাইজান | ৫ ফেব্রুয়ারী ২০২০ | বাকু | [৯] | ||
ইউক্রেনের অর্ডার অফ মেরিট (২য় শ্রেণী) | ইউক্রেন | ২২ আগষ্ট ২০২০ | কিইভ | [১০] | ||
পাকিস্তানের ক্রিসেন্ট | পাকিস্তান | ১২ জানুয়ারী ২০২১ | ইসলামাবাদ | [১১] |