ব্যক্তিগত তথ্য | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মেমফিস ডেপাই | |||||||
জন্ম | ১৩ ফেব্রুয়ারি ১৯৯৪ | |||||||
জন্ম স্থান | মুরড্রেখট, নেদারল্যান্ডস | |||||||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | |||||||
ক্লাবের তথ্য | ||||||||
বর্তমান দল | আতলেতিকো মাদ্রিদ | |||||||
জার্সি নম্বর | ৯ | |||||||
যুব পর্যায় | ||||||||
২০০০–২০০৩ | ভিভি মুরড্রেখট | |||||||
২০০৩–২০০৬ | স্পার্টা রটার্ডাম | |||||||
২০০৬–২০১১ | পিএসভি | |||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||
২০১১–২০১৫ | পিএসভি | ৯০ | (৩৯) | |||||
২০১৫–২০১৭ | ম্যানচেস্টার ইউনাইটেড | ৩৩ | (২) | |||||
২০১৭–২০২১ | লিওঁ | ১৩৯ | (৬৩) | |||||
২০২১–২০২৩ | বার্সেলোনা | ৩০ | (১৩) | |||||
২০২৩– | আতলেতিকো মাদ্রিদ | ৮ | (৪) | |||||
জাতীয় দল‡ | ||||||||
২০০৮–২০০৯ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ | ৪ | (২) | |||||
২০০৯ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ | ৬ | (২) | |||||
২০১০–২০১১ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭ | ১৭ | (৮) | |||||
২০১১–২০১৩ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ | ৭ | (৮) | |||||
২০১৩ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ | ৭ | (০) | |||||
২০১৩– | নেদারল্যান্ডস | ৮৮ | (৪৪) | |||||
অর্জন ও সম্মাননা
| ||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩০ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মেমফিস ডেপাই (জন্মঃ ১৩ ফেব্রুয়ারি ১৯৯৪) একজন ডাচ পেশাদার ফুটবলার যিনি নেদারল্যান্ডস জাতীয় দল এবং স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদ এর হয়ে স্ট্রাইকার বা উইঙ্গার হিসেবে খেলেন।
মেমফিসের শৈশবে ফুটবলের হাতেখড়ি হয় লেদারল্যান্ডসের ক্লাব ভিভি মুরড্রেখট এর হয়ে। পরবর্তীতে তিনি স্পার্টা রটার্ডাম এর যুবদল হয়ে পিএসভি এইন্থোভেন এর যুবদলে যোগ দেন। ২০১১ সালে পিএসভি-এর হয়ে তার পেশাদার ফুটবলার জীবনের সূচনা হয়। ২০১৫ সালে তিনি ২ কোটি ৫০ লক্ষ ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-এ যোগ দেন। ২০১৭ সালে ফরাসি ক্লাব ওলাঁপিক লিয়োনে তাকে কিনে নেয়। ২০২১ সালে মেমফিস স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগদান করেন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি আরেক স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদ এ যোগদান করেন।
মেমফিস নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। ২০১৩ সালে তুরস্ক-এর বিপক্ষে ম্যাচে তার নেদারল্যান্ডস জাতীয় দল-এ অভিষেক হয়। তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপ-এ তৃতীয় স্থান অধিকার করা নেদারল্যান্ডস দলের সদস্য ছিলেন।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | লিগ কাপ | ইউরোপীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
পিএসভি | ২০১১–১২ | ৮ | ৩ | ৩ | ২ | — | ০ | ০ | ০ | ০ | ১১ | ৫ | |
২০১২–১৩ | ২০ | ২ | ৪ | ১ | — | ৫ | ০ | ১ | ০ | ৩০ | ৩ | ||
২০১৩–১৪ | ৩২ | ১২ | ১ | ০ | — | ১০ | ২ | ০ | ০ | ৪৩ | ১৪ | ||
২০১৪–১৫ | ৩০ | ২২ | ১ | ০ | — | ৯ | ৬ | ০ | ০ | ৪০ | ২৮ | ||
মোট | ৯০ | ৩৯ | ৯ | ৩ | — | ২৪ | ৮ | ১ | ০ | ১২৪ | ৫০ | ||
ম্যানচেস্টার ইউনাইটেড | ২০১৫–১৬ | ২৯ | ২ | ৩ | ০ | ২ | ০ | ১১ | ৫ | — | ৪৫ | ৭ | |
২০১৬–১৭ | ৪ | ০ | ০ | ০ | ১ | ০ | ৩ | ০ | ০ | ০ | ৮ | ০ | |
মোট | ৩৩ | ২ | ৩ | ০ | ৩ | ০ | ১৪ | ৫ | ০ | ০ | ৫৩ | ৭ | |
লিওঁ | ২2০১৬–১৭ | ১৭ | ৫ | ১ | ০ | ০ | ০ | — | — | ১৮ | ৫ | ||
২০১৭–১৮ | ৩৬ | ১৯ | ৪ | ০ | ১ | ০ | ১০ | ৩ | — | ৫১ | ২২ | ||
২০১৮–১৯ | ৩৬ | ১০ | ২ | ১ | ১ | ০ | ৮ | ১ | — | ৪৭ | ১২ | ||
২০১৯–২০ | ১৩ | ৯ | ০ | ০ | ১ | ০ | ৮ | ৬ | — | ২২ | ১৫ | ||
২০২০–২১ | ৩৭ | ২০ | ৩ | ২ | — | — | — | ৪০ | ২২ | ||||
মোট | ১৩৯ | ৬৩ | ১০ | ৩ | ৩ | ০ | ২৬ | ১০ | ০ | ০ | ১৭৮ | ৭৬ | |
বার্সেলোনা | ২০২১–২২ | ২৮ | ১২ | ০ | ০ | — | ৯ | ১ | ১ | ০ | ৩৮ | ১৩ | |
২০২২–২৩ | ২ | ১ | ১ | ০ | — | ১ | ০ | ০ | ০ | ৪ | ১ | ||
মোট | ৩০ | ১৩ | ১ | ০ | ০ | ০ | ১০ | ১ | ১ | ০ | ৪২ | ১৪ | |
আতলেতিকো মাদ্রিদ | ২০২২–২৩ | ৮ | ৪ | ১ | ০ | — | — | — | ৯ | ৪ | |||
সর্বমোট | ৩০০ | ১২১ | ২৪ | ৫ | ৬ | ০ | ৭৪ | ২৪ | ২ | ০ | ৪০৬ | ১৫০ |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
নেদারল্যান্ডস | ২০১৩ | ৩ | ০ |
২০১৪ | ১০ | ২ | |
২০১৫ | ৮ | ১ | |
২০১৬ | ৬ | ২ | |
২০১৭ | ৭ | ৩ | |
২০১৮ | ১০ | ৫ | |
২০১৯ | ৮ | ৬ | |
২০২০ | ৭ | ২ | |
২০২১ | ১৬ | ১৭ | |
২০২২ | ১১ | ৫ | |
২০২৩ | ২ | ১ | |
মোট | ৮৮ | ৪৪ |
২০১৭ সালের জুন মাসে মেমফিস তার প্রথম ফ্রিস্টাইল গান "এলএ ভাইবস" প্রকাশের মাধ্যমে হিপ-হপ ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি ফ্রিস্টাইল গান প্রকাশ করেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তিনি তার প্রথম সিঙ্গেল "নো লাভ" প্রকাশ করেন। ২০২০ সালের ২৭ নভেম্বর ৯টি গানের সমন্বয়ে তিনি তার প্রথম অ্যালবাম "হেভি স্টেপার" প্রকাশ করেন।
ট্র্যাক নাম্বার | শিরোনাম | সাল | অ্যালবাম |
---|---|---|---|
– | "এলএ ভাইবস ফিচারিং কুইন্সি প্রোমেস" | ২০১৭ | অ্যালবাম-বিহীন ফ্রিস্টাইল |
– | "কিংস ও কুইনস ফ্রিস্টাইল" | ||
– | "৫ মিলি ফ্রিস্টাইল" | ২০১৮ | |
৭ | "পোর্তো সার্ভো ফিচারিং মেমফিস ডেপাই" | "অপ্রেখট ডোর জি" - উইনি | |
১৮ | "আকওয়াবা ফিচারিং মেমফিস ডেপাই ও নান ফোফি"[৪] | ||
– | "নো লাভ"[৫] | অ্যালবাম-বিহীন সিঙ্গেলস | |
– | "ফল ব্যাক"[৬] | ২০১৯ | |
১১ | "লাঙ্গে জাস ফিচারিং মেমফিস ডেপাই" | “ব্রয়েডার্স" - ব্রয়েডারলিয়েফদে | |
– | "দুবাই ফ্রিস্টাইল" | ২০২০ | অ্যালবাম-বিহীন ফ্রিস্টাইল |
০১ | "হেভি স্টেপার ফিচারিং আরা" | হেভি স্টেপার ইপি | |
০২ | "বডি লাইক ইউ ফিচারিং জাহ স্যান্টোরি" | ||
০৩ | "ফ্রম ঘানা ফিচারিং রাস কিং ও বিসা দেই" | ||
০৪ | "ফোর এএম পাম ফ্লো" | ||
০৫ | "বিগ ফিশ" | ||
০৬ | "ফর আ উইক" | ||
০৭ | "টু কোরিন্থিয়ান্স ফাইভ ইস্টু সেভেন" | ||
০৮ | "ব্লেসিং" | ||
০৯ | "ডি.বি.এ ফিচারিং ইয়াসমিন লরিন" |