মেয়রা ডায়াজ | |
---|---|
জন্ম | মেয়রা বেনিতা আলভেজ ডায়াজ ২৮ সেপ্টেম্বর ১৯৯১ ইতাকোয়াতিয়ারা, অ্যামাজোনাস, ব্রাজিল |
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) |
উপাধি | মিস অ্যামাজোনাস ২০১৮ মিস ব্রাজিল ২০১৮ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
চুলের রং | কালো |
চোখের রং | বাদামি |
প্রধান প্রতিযোগিতা | মিস মুন্দো অ্যামাজোনাস ২০১৫ (বিজয়ী) মিস মুন্দো ব্রাজিল ২০১৫ (সেরা ২০) রেইন হিস্পানোআমেরিকানা ২০১৬ (ফাইনালিস্ট) মিস অ্যামাজোনাস ২০১৮ (বিজয়ী) মিস ব্রাজিল ২০১৮ (বিজয়ী) মিস ইউনিভার্স ২০১৮ (সেরা ২০) |
মেয়রা বেনিতা আলভেজ ডায়াজ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৯১) হলেন একজন ব্রাজিলীয় মডেল ২০১৮ সালের ২৬ মে 'মিস ব্রাজিল' খেতাব লাভ করেছিলেন। তিনি দেশটির অ্যামাজোনাস প্রদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই খেতাব লাভ করেছিলেন। তিনি মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]
মেয়রা ডায়াজ জন্মেছিলেন ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশেত ইতাকোয়াতিয়ারায়। তিনি ইউরোপীয় এবং স্থানীয় ব্রাজিলীয় বংশোদ্ভূত।[৩]
মেয়রা ডায়াজ ২০১৫ সালে মিস মুন্দো অ্যামাজোনাস খেতাব লাভ করেন। ফলশ্রুতিতে, তিনি মিস মুন্দো ব্রাজিল ২০১৫ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান।
মেয়রা ডায়াজ ২০১৫ সালের মিস মুন্দো ব্রাজিল প্রতিযোগিতায় অ্যামাজোনাস প্রদেশের প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতায় তিনি সেরা ২০ প্রতিযোগীর একজন হিসেবে ঘোষিত হন।
মেয়রা ডায়াজ রেইনা হিস্পানোআমেরিকানা ২০১৬ প্রতিযোগিতায় ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। তিনি প্রতিযোগিতায় প্রথম রানার আপ হিসেবে ঘোষিত হন।
২০১৮ সালের ২৬ মে মেয়রা ডায়াজ রিও ডি জেনিরোতে 'মিস ব্রাজিল' খেতাব লাভ করেন।[৪][৫]
মেয়রা ডায়াজ মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন।[৬] প্রতিযোগিতায় তিনি সেরা ২০ প্রতিযোগীর একজন হিসেবে ঘোষিত হয়েছিলেন।