মেরি অ্যান গোমেস | |
---|---|
দেশ | ভারত |
জন্ম | কলকাতা, ভারত | ১৯ সেপ্টেম্বর ১৯৮৯
খেতাব | মহিলা গ্র্যান্ডমাস্টার (২০০৮) |
সর্বোচ্চ রেটিং | ২৪২৩ (জুলাই ২০১৩) |
মেরি অ্যান গোমেস (জন্ম ১৯ সেপ্টেম্বর ১৯৮৯)[১] একজন ভারতীয় দাবাড়ু। তিনি ২০০৮ সালে ফিদে দ্বারা মহিলা গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত হন।
গোমেসের জন্ম কলকাতায়।[১] তিনি আহমেদাবাদে ১৯৯৯ এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে গার্লস অনূর্ধ্ব-১০ শিরোপা জিতেছিলেন।[২] ২০০৫ সালে, তিনি উজবেকিস্তানের নামানগানে এশিয়ান অনূর্ধ্ব-১৬ গার্লস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।[৩] তিনি ২০০৬,[৪] ২০০৭[৫] এবং ২০০৮ সালে এশিয়ান জুনিয়র (অনূর্ধ্ব-২০) গার্লস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন[৬] গোমস ২০১১, ২০১২ এবং ২০১৩ সালে তিনবার মহিলা ভারতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন।[৭]