মেরিনা খান | |
---|---|
ﻣﺎﺭﯾﻨﮧ ﺧﺎﻥ | |
জন্ম | [১] পেশাওয়ার, খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান | ২৬ ডিসেম্বর ১৯৬২
জাতীয়তা | পাকিস্তানি |
পেশা |
|
কর্মজীবন | ১৯৮০–বর্তমান |
পরিচিতির কারণ |
|
দাম্পত্য সঙ্গী | জলিল আখতার (বি. ১৯৮৯) |
মেরিনা খান (জন্ম: ২৬ ডিসেম্বর ১৯৬২) হলেন একজন পাকিস্তানি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।[১] তিনি ৮০এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।[২] তার টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে রয়েছে তনহাইয়াঁ (১৯৮৬), ধূপ কিনারে (১৯৮৭), নিজাত (১৯৯৩) এবং তনহা (১৯৯৭)। তিনি ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে শিল্পজগত ত্যাগ করেছিলেন। তবে তিনি পুনরায় তনহাইয়াঁ নায়ে সিলসিলেতে (২০১২) অভিনয়ের মধ্য দিয়ে চিত্রজগতে প্রত্যাবর্তন করেছেন যা ১৯৮৬ সালের তার প্রথম ধারাবাহিক তানহাইয়াঁর সিক্যুয়েল ছিল। তিনি ২০১৬ সালে লালা বেগম চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন।[৩]
মেরিনা খান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াপ্রদেশের পেশাওয়ারে জন্মগ্রহণ করেছিলেন।[৪] তাঁর বাবা রেহমত খান ট্যাঙ্ক জেলার ডেরা ইসমাইল খানের একটি পশতু পরিবার থেকে এসেছিলেন। তাঁর মা আন্না রেহমত ইংরেজ বংশোদ্ভূত ছিলেন কিন্তু পেশোয়ারে বসতি স্থাপন করেছিলেন। তিনি ট্যাঙ্ক নবাব কুতুবদিন খানের নবাবের নাতনি। তাঁর বাবা পাকিস্তান বিমান বাহিনীর হয়ে কাজ করতেন।[১]