মেরিল-প্রথম আলো পুরস্কার | |
---|---|
![]() মেরিল-প্রথম আলো পুরস্কার-এর লোগো | |
বিবরণ | চলচ্চিত্র ও টিভিতে অবদানের জন্য |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বেসরকারী (মেরিল ও দৈনিক প্রথম আলো) |
প্রথম পুরস্কৃত | ১৯৯৯ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৩ |
ওয়েবসাইট | prothomalo.com/mpaward |
মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের বিনোদন জগতের একটি পুরস্কার, এটির পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান। মেরিল-প্রথম আলো পুরস্কার ব্যবস্থাপনায় বাংলাদেশী বিনোদন জগতের কর্মীবৃন্দ একসাথে জড়ো হয়। এটা হল বেসরকারি উদ্যোগে প্রদান করা প্রথম সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় পুরস্কার। দুই ধরনের বিজয়ীদের এই পুরস্কার প্রদান করা হয়। একটি দৈনিক প্রথম আলো এবং আরেকটি বিচারক/সমালোচকদের রায়ের ভিত্তিতে।[১]
রেকর্ড সমূহঃ একক বিভাগে সর্বাধিক মনোনয়নঃ শাবনূর (১৩ বার, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী, মৌসুমী ১২ বার) একক
১৯৯৯ সাল থেকে চলচ্চিত্র ও টেলিভিশনে অবদানের জন্য মেরিল ও দৈনিক প্রথম আলো এই পুরস্কার দিয়ে আসছে। ১৯৯৯ সালে অনুষ্ঠিত প্রথম আসরের উপস্থাপনা করেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।[২]
২০০২ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে। প্রথমবার এই বিভাগে পুরস্কার লাভ করেন নজরুল সঙ্গীতশিল্পী সোহরাব হোসেন।