মের্ত গুনোক

মের্ত গুনোক
২০২৩ সালে বেশিকতাশের হয়ে গুনোক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফেহমি মের্ত গুনোক
জন্ম (1989-03-01) ১ মার্চ ১৯৮৯ (বয়স ৩৫)
জন্ম স্থান কারাবুক, তুরস্ক
উচ্চতা ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
বেশিকতাশ
জার্সি নম্বর ৩৪
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:১৪, ১৭ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফেহমি মের্ত গুনোক (তুর্কি: Mert Günok; জন্ম: ১ মার্চ ১৯৮৯; মের্ত গুনোক নামে সুপরিচিত) হলেন একজন তুর্কি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুর্কি ক্লাব বেশিকতাশ এবং তুরস্ক জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০০৪ সালে, গুনোক তুরস্ক অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তুরস্কের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় সাত বছর যাবত তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে তুরস্কের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; তুরস্কের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ফেহমি মের্ত গুনোক ১৯৮৯ সালের ১লা মার্চ তারিখে তুরস্কের কারাবুকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

গুনোক তুরস্ক অনূর্ধ্ব-১৬, তুরস্ক অনূর্ধ্ব-১৭, তুরস্ক অনূর্ধ্ব-১৮, তুরস্ক অনূর্ধ্ব-১৯, তুরস্ক অনূর্ধ্ব-২০ এবং তুরস্ক অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে তুরস্কের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৪ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে তিনি তুরস্ক অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ৩৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১২ সালের ২৪শে মে তারিখে, ২৩ বছর, ২ মাস ও ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী গুনোক জর্জিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তুরস্কের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৬২তম মিনিটে গোলরক্ষক জেঙ্ক গোনেনের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ৩৪ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি তুরস্ক ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] তুরস্কের হয়ে অভিষেকের বছরে গুনোক সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৭ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
তুরস্ক ২০১২
২০১৩
২০১৫
২০১৯
২০২০
২০২১
২০২৩
২০২৪
সর্বমোট ২৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Georgia vs. Türkiye - 24 May 2012 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 
  2. "Georgia - Turkey 1:3 (Friendlies 2012, May)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 
  3. "Türkiye - Georgia, May 24, 2012 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Turkey vs. Georgia"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]