অবস্থান | মেলবোর্ন |
---|---|
প্রতিষ্ঠিত | ২০১২, ফিল্ম ভিক্টোরিয়া |
পুরস্কার | শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র |
ওয়েবসাইট | www |
মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব হলো ২০১২ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন ভিত্তিক ভিক্টোরিয়া রাষ্ট্রের সরকার দ্বারা অর্থায়িত একটি বার্ষিক উৎসব। এটি ফিল্ম ভিক্টোরিয়া দ্বারা উপস্থিত এবং প্রদানকারীকে একটি স্নেহপূর্ণ প্রক্রিয়ায় বাছাই করা হয়। বর্তমানের প্রদানকারী হলো মাইন্ড ব্লোইং ফিল্মস, যা মিতু ভৌমিক ল্যাং দ্বারা পরিচালিত। উৎসবটিকে ২০১৮ সাল পর্যন্ত রাষ্ট্র সরকার দ্বারা অর্থায়িত করা হয়েছে।
এই পুরস্কারটিকে একটি বছরে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় চলচ্চিত্রের বক্স অফিস আয় এবং সমালোচনামূলক প্রশংসার জন্য চলচ্চিত্রটিকে উৎসবটিতে অসাধারণ অর্জন পুরস্কার দেওয়া হয়।
বছর[ক] | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | সূত্র. |
---|---|---|---|---|
২০১৪ | ধুম ৩ | বিজয় কৃষ্ণ আচার্য | আদিত্য চোপড়া | [১] |
২০১৫ | পিকে | রাজকুমার হিরানী | বিধু বিনোদ চোপড়া | [২] |
২০১৬ | কাপুর এন্ড সন্স | শকুন বাট্রা | করণ জোহর | [৩] |
২০১৭ | বাহুবলী ২: দ্য কনক্লুশন | এস. এস. রাজামৌলি | শোবু ইয়ারলাগাড্ডা | [৪] |
দঙ্গল | নিতেশ তিওয়ারী | আমির খান | ||
২০১৯ | সিম্বা | রোহিত শেঠী | [৫] |