মেলিসা ফুমেরো | |
---|---|
জন্ম | মেলিসা গ্যালো ১৯ আগস্ট ১৯৮২ নর্থ বার্জেন, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | নিউ ইয়র্ক ইউনিভার্সিটি |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ডেভিড ফুমেরো (বি. ২০০৭) |
সন্তান | ২ |
মেলিসা ফুমেরো (বিবাহ-পূর্ব: গ্যালো; জন্ম: ১৯ আগস্ট, ১৯৮২)[১] একজন আমেরিকান অভিনেত্রী ও পরিচালক। তিনি অ্যামি সান্টিয়াগো চরিত্রে ব্রুকলিন নাইন-নাইন টিভি ধারাবাহিকে, এবং অ্যাডরিয়ানা ক্র্যামার চরিত্রে ওয়ান লাইফ টু লিভ-এ অভিনয়ের জন্য পরিচিত।
মেলিসা জন্মগ্রহণ করেন নিউ জার্সির নর্থ বার্জেনে। তার নাম রাখা হয় মেলিসা গ্যালো।[২] তিনি নিউ জার্সির গুটেনবার্গে ৬ বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠেন, এরপরে তার পরিবার নিউ জার্সির লেন্ডহর্স্টে চলে আসে। ১৯ বছর বয়সে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, যেখান থেকে তিনি ২০০৩ সালে নাট্যকলা বিভাগে ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি লাভ করেন।[৩]
ওয়ান লাইফ টু লাইভ-এ অ্যাড্রিয়ানা চরিত্রে অভিনয় করা দ্বিতীয় অভিনেত্রী ছিলেন ফুমেরো। তিনি ২০০৪ সালের ২০ জানুয়ারি এই ধারাবাহিকে যোগ দিয়েছিলেন। অ্যাড্রিয়ানা ডরিয়ান ক্রেমার লর্ড চরিত্রের অনেকদিনের হারিয়ে যাওয়া মেয়ে, যে চরিত্রে ১৯৭৯ সাল থেকে ডেটাইম এমি পুরস্কার জয়ী রবিন স্ট্র্যাসার অভিনয় করে আসছেন। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে শেষদিন তিনি এই চরিত্রটির অফার পান।[৪] ২০০৭ সালের শেষের দিকে তিনি এই সিরিজটির সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে ১১ জুন, ২০০৮ এ শেষ হতে যাওয়া অ্যাড্রিয়ানার প্রত্যাবর্তনকারী চরিত্রে অভিনয় করেন। ফুমেরো ১৫ পর্বের ধারাবাহিক ওয়ান লাইফ টু লাইভে ফিরে আসেন, যা ২০০৮ এর সেপ্টেম্বরে প্রচারিত হয়। [৫] কেলি ক্র্যামার (জিনা টগনিনি )-এর প্রত্যাবর্তনে সহায়তার জন্য ফুমেরো ১২ ফেব্রুয়ারি, ২০১০-এ ওএলটিএল-তে অতিথি চরিত্রে অভিনয় করেন।
২০০৯-এর স্বতন্ত্র চলচ্চিত্র টিনি ডান্সারের প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে ফুমেরো বড়পর্দায় তার অভিষেক ঘটান। ২০১০-এ তিনি দ্য সিডব্লিউ'র গসিপ গার্লের পাঁচটি পর্বে জো-র চরিত্রে অভিনয় করেছিলেন, ব্লেয়ার ওয়াল্ডার্ফের একজন মিনিয়ন হিসেবে। ২০১৩ সালে, তিনি ফক্স/ এনবিসির ব্রুকলিন নাইন-নাইন-এ অ্যান্ডি সামবার্গের বিপরীতে সিরিজের অন্যতম প্রধান নারী চরিত্র অ্যামি সান্টিয়াগো চরিত্রে অভিনয় করেন।[৬] ব্রুকলিন নাইন-নাইন ধারাবাহিকের ষষ্ঠ মৌসুমের "রিটার্ন অব দ্য কিং" পর্বটি পরিচালনা মাধ্যমে ২০১৯ সালে ফুমেরো পরিচালনায় আত্মপ্রকাশ করেন।[৭]
ফুমেরো তার ওয়ান লাইফ টু লিভের সহ-অভিনেতা ডেভিড ফুমেরোকে ২০০৭ সালের ডিসেম্বরের ৯ তারিখ বিয়ে করেন। সেই থেকে তিনি মেলিসা ফুমেরো হিসেবে পরিচিত।[২][৩] এই দম্পতির দুটি পুত্র রয়েছে: এনজো (জন্ম মার্চ ২৪, ২০১৬)[৮] এবং অ্যাক্সেল (জন্ম ১৪ ফেব্রুয়ারি, ২০২০)।[৯][১০]
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০৭ | ডিসেন্ট | ডর্ম গার্ল #২ | |
২০০৯ | আই হোপ দে সার্ভ বিয়ার ইন হেল | মেলিসা | |
২০০৯ | টিনি ড্যান্সার | আতি | মেলিসা গ্যালো হিসেবে |
২০১৩ | দ্য হাউস দ্যাট জ্যাক বিল্ট | লিলি | |
২০১৭ | ড্রাইভারএক্স | জেসিকা | |
২০১৯ | আ স্টোন ইন দ্য ওয়াটার | অ্যালেক্স |
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০৪–২০১১ | ওয়ান লাইফ টু লিভ | অ্যাড্রিয়ানা ক্র্যামার | ২০৮ পর্ব |
২০০৫ | অল মাই চিলড্রেন | অ্যাড্রিয়ানা ক্র্যামার | ২ পর্ব
মেলিসা গ্যালো হিসেবে অভিনীত |
২০০৯ | ইম্পর্ট্যান্ট থিঙ্গিস উইথ দিমেত্রি মার্টিন | এপ্রিল | পর্ব: "কুলনেস" |
২০১০ | গসিপ গার্ল | জো | ৫ পর্ব |
২০১০ | দ্য মেন্টালিস্ট | কারম্যান রেস | পর্ব: "রেড লেটার" |
২০১১ | রয়েল পেইনস | ব্রুক | পর্ব: "পিট স্টপ" |
২০১২ | সিএসআই: এনওয়াই | মিশেল রোডস | পর্ব: "দ্য রিয়েল ম্যাককয়" |
২০১৩ | মেন অ্যাট ওয়ার্ক | এপ্রিল | পর্ব: "দ্য নিউ বস" |
২০১৩ – বর্তমান | ব্রুকলিন নাইন-নাইন | অ্যামি সান্টিয়াগো | প্রধান ভূমিকা
"কিং অফ রিটার্ন" পর্বে পরিচালক |
২০১৪ | টপশেফ ডুয়েলস | নিজের | পর্ব: "জেন ক্যারল ভারসেস। নয়েশা আরিংটন " |
২০১৫, ২০১৯ | হলিউড গেম নাইট | নিজের | ২ পর্ব |
২০১৬ | ম্যাক অ্যান্ড ম্যাক্সি | প্রশংসনীয় | পর্ব: "আ বপ-টপাস গার্ডেন" |
২০১৭ | হেল'স কিচেন | নিজের | পর্ব: "আ লিটল স্লাইস অব হেল" |
২০১৮ | দ্য $১০০,০০০ পিরামিড | নিজের | পর্ব: "ববি ময়নিহান ভার্সেস মেলিসা ফুমেরো " |
২০১৯–২০২০ | ওয়ান ডে অ্যাট আ টাইম | এস্ট্রেলিটা | ২ পর্ব |
২০১৯ | আমেরিকা'স গট ট্যালেন্ট: দ্য চ্যাম্পিয়নস | নিজের | পর্ব: "দ্য চ্যাম্পিয়ন্স রেজাল্টস ফিনালে" |
২০১৯–২০২০ | এলেনা অব অ্যাভেলর | আন্তোনিয়া (ভয়েস) | ৩ পর্ব |
২০২০ | সে-রা অ্যান্ড দ্য প্রিন্সেসেস অব পাওয়ার | স্টারলা (ভয়েস) | পর্ব: "স্ট্র্যান্ডেড" |
২০২০ | ম্যাচ গেম | নিজের | পর্ব: "শ্যুটিং ব্ল্যাঙ্কস" |
২০২০ | বিগ সিটি গ্রিনস | ক্যান্টালৌপ সিনক্লেয়ার (ভয়েস) | পর্ব: "ডলড আপ" |
২০২০ | রুম ১০৪ | ইভা | পর্ব: "ব্যাংস" |
২০২১ | মোডোক | মেলিসা টারলেটন (ভয়েস) |
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০০৯ | হউট অ্যান্ড বোদার্ড | জো | ১১ পর্ব |
২০১১ | হাফ এম্পটি | জিল | সংক্ষিপ্ত চলচ্চিত্র |
২০১৭ | মুরনার্স, ইনক. | মনিকা হেরেরা | পর্ব: "পাইলট" |
২০১৮ | স্টোলেন হার্টস | এরিকা | সংক্ষিপ্ত চলচ্চিত্র |
বছর | শিরোনাম | ভূমিকা |
---|---|---|
২০১৮ | দ্য ল্যান্ড আই লস্ট (গোস্টস অব দ্য শ্যাডো মার্কেট ৭) | কথক |
বছর | সংঘ | বিভাগ | কাজ | ফলাফল |
---|---|---|---|---|
২০১৫ | এনএইচএমসি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস | মিডিয়াতে ল্যাটিনোর ইতিবাচক প্রতিকৃতিতে অসামান্য অর্জন এবং অবদান | ব্রুকলিন নাইন-নাইন | বিজয়ী [১১] |
ইমেজেন পুরস্কার | সেরা পার্শ্ব-অভিনেত্রী – টেলিভিশন | মনোনীত[১২] | ||
২০১৬ | ইমেজেন পুরস্কার | মনোনীত[১৩] | ||
২০১৯ | ইমেজেন পুরস্কার | মনোনীত[১৪] |
… actor Melissa Fumero in 1982 (age 37)
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)
Fumero shared news of Axel's birth Saturday on Instagram.... 'Welcome to the world, Axel,' she captioned the post. 'You have made Valentine's Day my new favorite holiday!'
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)