মেশিয়ার ৮১ (এন জি সি ৩০৩১ বা বডের ছায়াপথ নামে পরিচিত') একটি সর্পিল ছায়াপথ। এটি পৃথিবী থেকে ১২ মিলিয়ন আলোক-বর্ষ দূরে অবস্থিত এবং এটির ব্যাস ৯০,০০০ আলোকবর্ষ । এতে একটি সক্রিয় নিউক্লিয়াস আছে, যার মধ্যে রয়েছে একটি অতিভারবিশিষ্ট কৃষ্ণ গহ্বর যার ভর সূর্যের ভরের ৭০ মিলিয়ন গুণ । এই কারণে অভিজ্ঞ জ্যোতির্বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করছেন। এই ছায়াপথ অতি বৃহত এবং উজ্জ্বল।[১]
একমাত্র মেশিয়ার৮১ তে অতিনবতারা ঘটতে দেখাগিয়েছে ।[৩] এই অতিনবতারাকে এস এন ১৯৯৩ জে নামে নামকরণ করা হয়েছে।এটি ২৮ মার্চ ১৯৯৩ তে স্পেনের বিঙ্গানী এফ.গারসিয়া আবিষ্কার করেন।[৪] এটি ছিল বিংশ শতাব্দীতে দেখা দ্বিতীয়তবারে মতো একটি বৃহত এবং অতি উজ্জ্বল অতিনবতারা।
মেশিয়ার ৮১ আলফা ঋক্ষমণ্ডল এর প্রায় ১০° উত্তর-পশ্চিমে অবস্থিত।[১][৬] উভয় মেশিয়ার ৮১ এবং মেশিয়ার ৮২ দূরবীন এবং ছোট টেলিস্কোপ ব্যবহারের মাধ্যমে দেখা যায়।মেশিয়ার ৮১ ছায়াপথ বৃহত ছায়াপথগুলের মধ্যে অন্যতম [১]
↑Ripero, J.; Garcia, F.; Rodriguez, D.; Pujol, P.; Filippenko, A. V.; Treffers, R. R.; Paik, Y.; Davis, M.; Schlegel, D.; Hartwick, F. D. A.; Balam, D. D.; Zurek, D.; Robb, R. M.; Garnavich, P.; Hong, B. A. (১৯৯৩)। "Supernova 1993J in NGC 3031"। IAU Circular। 5731: 1। বিবকোড:1993IAUC.5731....1R।