মেহের আলী শাহ


পীর মেহের আলী শাহ গোলারভী
উপাধিপীর সৈয়দ
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৮৫৯-০৪-১৪)১৪ এপ্রিল ১৮৫৯
(১ রমজান ১২৭৫ হিজরি)
মৃত্যুমে ১৯৩৭ (৭৮ বছর)
ধর্মইসলাম
সন্তানগোলাম মহিউদ্দিন গিলানি
পিতামাতা
  • নাজর দিন শাহ (পিতা)
  • মাসুমা মাওসুফা (মাতা)
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
ক্রমসুফিবাদ কাদেরিয়া চিশতিয়া তরিকা
মুসলিম নেতা
ভিত্তিকগুলরা শরীফ
পূর্বসূরীসিয়াল শরীফ
উত্তরসূরীগোলাম মহিউদ্দিন গিলানি

মেহের আলী শাহ (জন্ম: ১ রমজান ১২৭৫ হিজরী/১৪ এপ্রিল ১৮৫৯, গুলরা শরীফ, মৃত্যু: মে ১৯৩৭)[] পাকিস্তানের একজন উল্লেখযোগ্য সুফি। তিনি ১৮৫৯ সালে পাকিস্তানের গুলরা শরীফে জন্মগ্রহণ করেন। তিনি চিশতিয়া তরিকার সুফি ছিলেন। হানাফি আলেম হিসেবে তিনি আবদুল হক দেহলভীর অবস্থান সমর্থন করেছেন এবং আহমদিয়া-বিরোধী আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মির্যা গোলাম আহমদের আহমদীয়া মুসলিম আন্দোলনের সমালোচনা করে রচিত সমালোচনামূলক গ্রন্থ সাইফ এ চিশতিয়া ("চিশতিয়া তরিকার তরবারি")।

চিশতিয়া তরিকার সুফি

[সম্পাদনা]

মেহের আলী শাহ ছিলেন সিলসিলা-এ-চিশতিয়া নিজামিয়ার পীর শামস উদ-দিনের শিষ্য এবং খলিফা (আধ্যাত্বিক প্রতিনিধি)।[] তার জীবনী মেহের-এ-মুনীর গ্রন্থে বর্ণিত রয়েছে তিনি মক্কায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কীর সাথে সাক্ষাৎ করার পর ইমদাদুল্লাহর খলিফাও মনোনীত হয়েছিলেন।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mehr Muneer Biography of Meher Ali Shah
  2. www.thelightofgolrasharif.com