মেহের বিজ | |
---|---|
জন্ম | বৈশালী সহদেব ২২ সেপ্টেম্বর ১৯৮৬ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মানব বিজ (বি. ২০০৯) |
আত্মীয় | পীযূষ সহদেব (ভাই) গিরীশ সহদেব (ভাই) |
মেহের বিজ (জন্ম: বৈশালী সহদেব; ২২ সেপ্টেম্বর ১৯৮৬)[১] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি নাট্যধর্মী বজরঙ্গি ভাইজান (২০১৫) ও সঙ্গীতধর্মী সিক্রেট সুপারস্টার (২০১৭) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, দুটি চলচ্চিত্রই সর্বকালের সর্বাধিক আয়কারী ভারতীয় চলচ্চিত্র তালিকায় স্থান করে নিয়েছে। দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন,[২] এবং আরও অসংখ্য পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি কিস দেশ মেঁ হ্যায় মেরা দিল ও প্রীত সে বাঁধি ইয়ে ডোরি রাম মিলায়ি জোড়ি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[৩]
মেহের বিজ ১৯৮৬ সালের ২২শে সেপ্টেম্বর নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম বৈশালী সহদেব। তার দুই ভাই পীযূষ সহদেব ও গিরীশ সহদেব দুজনেই টেলিভিশন অভিনেতা।[৪][৫] ২০০৯ সালে তিনি অভিনেতা মানব বিজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৬][৭]
২০০৩ সালে তিনি অনুরাগ বসু পরিচালিত সায়া চলচ্চিত্র ক্ষণিক চরিত্রে অভিনয় করেন। এরপর তাকে লাকি: নো টাইম ফর লাভ (২০০৬) চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় দেখা যায়। একই বছর তিনি ডিডি ন্যাশনালের স্ত্রী তেরি কাহানি ধারাবাহিক অভিনয় করেন। ২০০৯ সালে তিনি স্টার প্লাসের কিস দেশ মেঁ হ্যায় মেরা দিল টেলিভিশন ধারাবাহিকে এবং ২০১০ সালে জিটিভির প্রীত সে বাঁধি ইয়ে ডোরি রাম মিলায়ি জোড়ি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন।
তিনি ২০১৫ সালে কবির খান পরিচালিত নাট্যধর্মী বজরঙ্গি ভাইজান চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। পরের বছর তিনি পাঞ্জাবি ভাষার অরদাস ও হিন্দি ভাষার তুম বিন ২ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৭ সালে তিনি অদ্বৈত চন্দনের সঙ্গীতধর্মী সিক্রেট সুপারস্টার (২০১৭) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে সমাদৃত হন।[৮][৯] বলিউড হাঙ্গামার তরণ আদর্শ লিখেন, "মেহের অসাধারণ এবং তার অভিনয় চরিত্রটিকে [নাম চরিত্র] ফুটিয়ে তুলতে অন্যতম ভূমিকা রেখেছে।"[১০] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, আইফা পুরস্কার, জি সিনে পুরস্কার ও স্ক্রিন পুরস্কার অর্জন করেন।[১১]
২০২০ সালে তাকে ভিকি কৌশল ও ভূমি পেডনেকরের সাথে ভূত - পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ চলচ্চিত্রে দেখা যায়। এই বছর তিনি নীরজ পাণ্ডে পরিচালিত হটস্টারের স্পেশাল ওপিএস চলচ্চিত্রে একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন।[১২][১৩]
বছর | মনোনীত কর্ম | পুরস্কার | বিভাগ | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
২০১৭ | সিক্রেট সুপারস্টার | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [১৪] |
লায়ন্স গোল্ড পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনয়শিল্পী - নারী | বিজয়ী | [১৫] | ||
নিউজ রিল চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [১৬] | ||
স্ক্রিন পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [১৭][১৮] | ||
জি সিনে পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [১৯] | ||
বলিউড চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [২০][২১] | ||
আইফা পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [২২] |