অন্যান্য নাম | মুঘলাই পরটা, শাহী পরোটা, পারাটায়ে কিমা তকমা |
---|---|
উৎপত্তিস্থল | ঢাকা, বাংলাদেশ |
অঞ্চল বা রাজ্য | বঙ্গ |
প্রধান উপকরণ | ময়দা,মাংসের কিমা, ডিম, পেয়াজ ও মরিচ |
মোঘলাই পরোটা বা মুঘলাই পরোটা একটি জনপ্রিয় বাঙালি খাবার যা বাংলাদেশের পুরান ঢাকায় উৎপন্ন মুঘলীয় রন্ধনশৈলীর একটি খাবার এবং ভারতের পশ্চিমবঙ্গেও খুবই জনপ্রিয়।[১] মোগলাই পারোটা শাহী পরোটা, পারাটায়ে কিমা তকমা নামেও পরিচিত। এটা নরম রুটিজাতীয় খাবার যার মধ্যে মাংসের কিমা, ডিম, পেয়াজ ও মরিচ ইত্যাদির পুর দেওয়া থাকে।[২][৩]
মুঘলদের হাত ধরে ঢাকায় মোঘল ঘরানার কাবাব, পরোটা, ফালুদা, কাচ্চি বিরিয়ানি,বাকরখানি ইত্যাদির আগমন ঘটে। মোঘল শাসনামল বাংলার অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকার রন্ধনশৈলীতে অধিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়।[১] ব্রিটিশ শাসনামলে এটি কলকাতায়ও নাস্তা হিসেবে জনপ্রিয়তা পায়।
গরুর মাংস ভুনা,কলিজা ভুনা,ডিম,পেয়াজ ভুনা, মিহি ময়দা,খাসির কিমা ভুনা, মুরগির মাংস, ঘি, এলাচ দানা গুঁড়া,দারুচিনি গুঁড়া সহ আরও কিছু গরম মসলা সহকারে তৈরি হয়। সাধারণ মুঘলাই পরোটায় পুর তৈরিতে মাংসের বদলে শুধু ডিম ব্যবহার করা হয়।[৪]
বাংলাদেশী রন্ধনশৈলী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
ভারতীয় রন্ধনশৈলী–সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |