১৮২৪ – নিকোলাস লিওনার্ড সাদি কার্নো (Nicolas Léonard Sadi Carnot) সর্ব প্রথম প্রকাশ করেন যে কোন তাপ ইঞ্জিনের কর্ম দক্ষতা এর তাপমাত্রা পার্থক্য এবং পরিবেশের উপর নির্ভর করে।
১৮৩৭ –যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম বৈদ্যুতিক মোটোরের পেটেন্ট করা হয়। (মার্কিন পেটেন্ট ১৩২)
১৮৫০ – রুডলফ ক্লসিয়াস (Rudolf Clausius) সর্বপ্রথম তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সহজবোধ্য বিবৃতি দান করেন।
১৯৩০ পরবর্তি – হ্যান্স ভন ওহেন (Hans von Ohain) এবং ফ্রাঙ্ক হুইটলার (Frank Whittle) উভয়েই পৃথক ভাবে গ্যাস টারবাইন উদ্ভাবন করেন। যা পরবর্তিতে ১৯৩৯ সালে জার্মানি এবং ১৯৪১ সালে ইংল্যান্ডে টার্বোজেট ইঞ্জিন তৈরির পথ সুগম করে।