মোটর নিয়ন্ত্রক

মোটর নিয়ন্ত্রক এমন একটি যন্ত্র বা যন্ত্রের সমন্বয় যা একটি বৈদ্যুতিক মোটরের কার্যাবলী পূর্বনির্ধারিত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে। [] মোটর নিয়ন্ত্রক স্বয়ংক্রিয় অথবা মানব নিয়ন্ত্রিত উপায়ে একটি মোটরের ঘুর্ণন শুরু করতে বা থামাতে, সম্মুখগামী অথবা পশ্চাদগামী ঘুর্ণন নির্দেশ করতে, গতি নির্ধারণ বা পরিচালনা করতে, টর্ক নিয়ন্ত্রণ বা সীমিত করতে এবং অতিরিক্ত লোড বা ত্রুটি থেকে রক্ষা পেতে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. National Fire Protection Association (২০০৮)। "Article 100 Definitions"NFPA 70 National Electrical Code। 1 Batterymarch Park, Quincy, Massachusetts 02169: NFPA। পৃষ্ঠা 24। ২০১৩-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০১-১৫