মোস্ট এলিজিবল ব্যাচেলর | |
---|---|
![]() মোস্ট এলিজিবল ব্যাচেলর চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | ভাস্কর |
প্রযোজক | বান্নি ভাস বসু বরমা আল্লু অরবিন্দ |
রচয়িতা | ভাস্কর |
চিত্রনাট্যকার | ভাস্কর |
শ্রেষ্ঠাংশে | আখিল আক্কিনেনি পূজা হেগড়ে এশা রেব্বা |
সুরকার | গোপি সুন্দর |
চিত্রগ্রাহক | প্রদেশ বরমা |
সম্পাদক | মারথান্ড কে. ভেনকাটেশ |
প্রযোজনা কোম্পানি | গীতা আরটস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
মোস্ট এলিজিবল ব্যাচেলর ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন ভাস্কর। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বান্নি ভাস। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আখিল আক্কিনেনি, পূজা হেগড়ে, এশা রেব্বা ও অন্যান্যরা।[১] এটি আখিলের প্রথম হিট হওয়া মুভি।[২][৩]
![]() |
চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |