২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক ১০০ মিটার দৌড়ের হিট-১ শুরু হওয়ার আগের দৃশ্য। | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | ৬ সেপ্টেম্বর ১৯৯১ |
ক্রীড়া | |
দেশ | ![]() |
ক্রীড়া | অ্যাথলেটিকস |
বিভাগ | ১০০ মিটার |
সাফল্য ও খেতাব | |
ব্যক্তিগত সেরা | ১১.২৫ (২০১২) |
১৫ই আগস্ট ২০১২ তারিখে হালনাগাদকৃত |
মোহন খান (জন্ম: ৬ই সেপ্টেম্বর, ১৯৯১) বাংলাদেশের একজন স্প্রিন্টার। তিনি ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের ১০০ মিটার দৌড়ের প্রথমিক বাছাই পর্বের হিট-১ এ ৫ম স্থান অর্জন করেছিলেন এবং যার কারণে তিনি প্রথম রাউন্ডে উত্তীর্ণ হতে পারেনি,[১] কিন্তু এ সময় তিনি তার দৌড়ের একটি ব্যক্তিগত সেরা সময় অর্জন করেন ১১.২৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে।[২]
মোহন খান জন্মগ্রহণ করেন বান্দরবান জেলায়। তিনি জীবনে প্রথম বাংলাদেশের জাতীয় পর্যায়ে পুরস্কার পান ২০০৩ সালে মিরপুরে অনূর্ধ্ব-১৮ জুনিয়ায় মিটে রূপার পদক। এরপর তার স্বরণীয় দৌড় ছিল ২০০৫ সালের চট্রগ্রামের জাতীয় অ্যাথলেটিকসে। যদিও সেখানে তিনি ১০.৫০ সেকেন্ডে ডিসকোয়ালিফাইড হন, এটি ছিল তার সিনিয়র মিটে প্রথম দৌড়।[৩]
মোহন খান ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেন ১০০ মিটার দৌড় প্রতিযোগীতায়।[৪][৫] ৪ঠা আগস্ট, ২০১২ সালে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক বাছাই পর্বে ৪টি হিট অনুষ্ঠিত হয়। এতে মোট ২৯ জন অংশ নেন, মোহন খান হিট ১ -এ অংশ নেন। এই হিটে মোট সাতটি দেশের প্রতিযোগী অংশ নেয়। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেয়া মোহন খান ৬ষ্ঠ লেনে থেকে দৌড় প্রতিযোগীতায় অংশ নেন। সাত জন প্রতিযোগীর মধ্যে তিনি ৫ম স্থান দখল করেন, ১০০ মিটার দৌড় ১১.২৫ সেকেন্ডে শেষ করে। এই হিট-১ এ ১ম স্থান দখল করে ৩য় লেনে থাকা বলিভিয়ার প্রতিযোগী আর্থার ব্রুনো রোজাস ১০.৬২ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে।[৬]