ফিল্ড মার্শাল মহারাজা শ্রী মোহন শমশের জঙ্গবাহাদুর রাণা রাণা শাসক | |
---|---|
श्री ३ महाराज मोहन शमशेर जङ्गबहादुर राणा | |
১৭তম নেপালের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ৩০ এপ্রিল ১৯৪৮ – ১২ নভেম্বর ১৯৫১ | |
সার্বভৌম শাসক | রাজা ত্রিভুবন রাজা জ্ঞানেন্দ্র |
পূর্বসূরী | পদ্ম শমশের জঙ্গবাহাদুর রাণা |
উত্তরসূরী | মাতৃকা প্রসাদ কোইরালা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৩ ডিসেম্বর ১৮৮৫ |
মৃত্যু | ৬ জানুয়ারি ১৯৬৭ বেঙ্গালুরু | (বয়স ৮১)
পিতামাতা | চন্দ্র শমশের জঙ্গবাহাদুর রাণা (পিতা) চন্দ্র লোকা ভক্ত দেবি (মা) |
পেশা | নেপালের মহারাজা |
লামজুঙ এবং কাস্কির নবম মহারাজা | |
রাজত্ব | ২৭ জুন ১৯০১ – ২৬ নভেম্বর ১৯২৯ |
পূর্বসূরি | পদ্ম শমশের জঙ্গবাহাদুর রাণা |
উত্তরসূরি | রাণা শাসনের পতন |
দাম্পত্য সঙ্গী | শ্রী মহারানি দীক্ষা রাজ্য লক্ষ্মী |
বংশধর | জেনারেল শ্রী মহারাজকুমার শরদ শমশের জঙ্গবাহাদুর রাণা জেনারেল শ্রী বিজয় শমশের জঙ্গবাহাদুর রাণা |
বংশ | রাণা শাসন |
পিতা | চন্দ্র শমশের জঙ্গবাহাদুর রাণা |
মাতা | শ্রী মহারানি চন্দ্র লোকা ভক্র দেবি |
মোহন শমশের জঙ্গবাহাদুর রাণা (নেপালি: मोहन शम्शेर जङ्गबहादुर राणा; জন্ম: ২৩ ডিসেম্বর ১৮৮৫ - ৬ জানুয়ারি ১৯৬৭)
শ্রী তীন সরকারের শেষ প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ৩০ এপ্রিল ১৯৪৮ থেকে ১২ নভেম্বর ১৯৫১ পর্যন্ত নেপালের শ্রী তিন মহারাজা এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৪৮ সালের ১ মার্চে পদ্মা শমশের চিকিৎসার জন্য ভারতে চলে গেলে মোহন শমশের প্রধানমন্ত্রী হন এবং সেখান থেকে পদ্মা শমশের পদত্যাগ করেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে লক্ষ্মী নিবাস থেকে সিংহ দরবারে চলে এসেছিলেন। তিনি ছিলেন চন্দ্র শমশেরের জ্যেষ্ঠ পুত্র।[১]
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী পদ্ম শমশের জঙ্গবাহাদুর রাণা |
নেপালের প্রধানমন্ত্রী ১৯৪৮–১৯৫১ |
উত্তরসূরী মাতৃকা প্রসাদ কোইরালা |