ড. মোহম্মাদ হোসাইন তাবাতাবাঈ (আরবি: محمد حسین طباطبائی) একজন ইসলামী পণ্ডিত ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিত্ত্ব। তাকে 'ইসলামের জীবন্ত আশ্চর্য' বলা হয়।
তিনি মাত্র ২ বছর বয়সে কুরআনের ৩০টি আয়াত মুখস্থ ও ব্যাখ্যা করতে পারতেন এবং ৫ বছর বয়সে পুরো কুরআন আত্মস্থ করেন।[১][২][৩] তিনি ৭ বছর বয়সে কুরআনের প্রতিটি আয়াতের অর্থ ও ব্যাখ্যা করতে পারতেন।[৪] বাল্যকালেই তিনি নিজেকে একজন ধর্মীয় নেতা হিসাবে গড়তে চান।[৪] বর্তমানে তিনি ইরানের কোম মাদ্রাসায় ইসলামের দর্শণ ও গঠনতন্ত্র নিয়ে পড়াশুনা করছেন।[১][২][৩]