মোহাম্মদ আজিজ | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | সৈয়দ মোহাম্মাদ আজিজ-উন-নবী |
উপনাম | মুন্না |
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | ২ জুলাই ১৯৫৪
মৃত্যু | ২৭ নভেম্বর ২০১৮ মুম্বই, মহারাষ্ট্র, ভারত | (বয়স ৬৪)
ধরন | নেপথ্য গায়ক |
পেশা | সংগীত শিল্পী |
কার্যকাল | ১৯৮২–২০১৮ |
মোহাম্মদ আজিজ (২ জুলাই ১৯৫৪ - ২৭ নভেম্বর ২০১৮) ছিলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি বলিউড এবং বাংলা চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেছেন।[১][২][৩]
মোহাম্মদ আজিজ একটি আধ্যাত্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম মুন্না এবং তার আসল নাম সৈয়দ মোহাম্মদ আজিজ-উন-নবী। তিনি শৈশসঙ্গীতের জগতে প্রবেশ করেন। নরম কন্ঠ ও মিষ্টি কণ্ঠে বহুমুখী ছন্দে গাওয়ার জন্য তিনি সঙ্গীত প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।[১]
আজিজ বাংলা ভাষার একটি চলচ্চিত্রে জ্যোতি নামক শিরোনামে গান গাওয়ার মাধ্যমে শিল্পী হিসেবে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয়। তিনি একজন প্রযোজকের অনুরোধে, তার সহযোগীতায় ১৯৮৪ সালে মুম্বাই আসেন। তার প্রথম হিন্দি চলচ্চিত্র ছিল অম্বর (১৯৮৪)।[৪][৫][৬]