মোহাম্মদ ইসমাইল | |
---|---|
![]() | |
জন্ম | ১ সেপ্টেম্বর ১৯৫১ |
মৃত্যু | ২০ মার্চ ২০২১ | (বয়স ৬৯)
জাতীয়তা | মরক্কী |
নাগরিকত্ব | মরক্কী |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
মোহাম্মদ ইসমাইল (১ সেপ্টেম্বর ১৯৫১ - ২০ মার্চ ২০২১) একজন মরক্কী চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি ২০০৮ সালের চলচ্চিত্র ওয়াদান উম্মাহাত পরিচালনা করেন।[১][২][৩]
১৯৭০ সালে তিনি রাবাত অনুষদে আইন বিষয়ে অধ্যয়ন শুরু করেন।
১৯৭৪ সালে, তিনি মরোক্কো টেলিভিশনে যোগ দেন ও সেখানে তিনি অসংখ্য চলচ্চিত্র, নাট্য সন্ধ্যা এবং বেশ কয়েকটি বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান প্রযোজনা ও পরিচালনা করেন।