মোহাম্মদ নইমুদ্দীন

মৌলভী

মোহাম্মদ নইমুদ্দীন
জন্ম১৮৩২
মৃত্যু১৯১৬/১৯০৭
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাসমাজসেবা

মৌলভী মোহাম্মদ নইমুদ্দীন (১৮৩২ - ১৯০৭[] / ১৯১৬[]) ঊনবিংশ শতাব্দীর পূর্ব বাংলার একজন প্রখ্যাত আলেম, ধর্মপ্রচারক, লেখক ও সাংবাদিক। তিনি বাংলা ভাষায় প্রকাশিত অন্যতম প্রাচীন সাময়িক পত্র “আখবারে এসলামীয়া” পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।[][]

জন্ম ও পারিবারিক পরিচিতি

[সম্পাদনা]

মৌলভী নইমুদ্দীন ১৮৩২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর (বর্তমানঃ বাংলাদেশ) টাঙ্গাইল জেলার শুরুজ গ্রামে জন্মগ্রহণ করেন।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

তিনি পাবনার দুলাই মাদ্রাসা ও ঢাকায় ইসলামি ধর্মশাস্ত্রে পড়াশোনা করার পর মুর্শিদাবাদ, বিহার, এলাহাবাদ, আগ্রা, দিল্লি প্রভৃতি স্থানের ধর্মবেত্তাদের নিকট ধর্মতত্ত্ব পাঠ করেন এবং ধর্মীয় জ্ঞানে বিশেষ ব্যুৎপত্তি লাভ করায় ‘আলেম-উদ-দহর’ উপাধিতে ভূষিত হন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

রচনাবলী

[সম্পাদনা]

তিনি বাংলা ভাষায় প্রকাশিত অন্যতম প্রাচীন সাময়িক পত্র “আখবারে এসলামীয়া” পত্রিকাটি সম্পাদনা করতেন।[] এছাড়াও তিনি বাংলায় কোরআন শরীফ অনুবাদ করার প্রচেষ্টারত ছিলেন।[][]

নঈমউদ্দীন প্রায় ৩০টি ধর্মভিত্তিক গ্রন্থ রচনা করেন। তার অনূদিত কুরআনের প্রথম খণ্ড ১৮৯১ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয়।[] ১৮৯২ থেকে ১৯০৮ সাল পর্যন্ত ৯ পারায় কুরআনের বাংলা অনুবাদ প্রকাশ করেন। ১৮৯২ সালে চার খণ্ডে ‘ফতোয়া-এ-আলমগীর’ গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশ করেন।[] ১৮৮৩ সালে মাহমুদীয়া প্রেস থেকে ‘আখবার-এ-ইসলামিয়া’ নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন।[] এ দুটি কাজে তাকে পৃষ্ঠপোষকতা করেন করটিয়ার জমিদার হাফিজ মোহাম্মদ খান পন্নী[] তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:

  • কালেমাতল কোফর (১৮৯৭)
  • এছাবাতে আখের জ্জোহর (১৮৯৭)
  • আদেল্লায়ে হানিফিয়া (১৮৯৭)
  • এনসাফ (১৮৯২)
  • রফা-এদায়েন (১৮৯৬)
  • মায়াদানুল ওলুম
  • ইউসুফ সুরার সুবিস্তৃর্ণ তফসির
  • সেরাতল মস্তাকিম
  • সেরাতল মস্তাকিম (নব পর্যায়)
  • ধর্মের লাঠি
  • বেতের
  • তারাবিহ
  • জোব্দাতুল মাসায়েল (১৮৭৩)
  • ফতোয়ায়ে আলমগীরী
  • ছহী শাহ আলমের কিচ্ছা
  • ছহী আলমগীরের কিচ্ছা
  • ছহী নূরজাহান বেগমের কিচ্ছা
  • ছহী আলাউদ্দীনের কিচ্ছা
  • ছহী হোসেন শাহের কিচ্ছা
  • গোকাণ্ড

মৃত্যু

[সম্পাদনা]

নঈমুদ্দীন ১৯০৭ সালে মতভেদে ১৯১৬ সালে মৃত্যুবরণ করেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ওয়াকিল আহমদ (জানুয়ারি ২০০৩)। "নইমুদ্দীন, মোহাম্মদ"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  2. "বাংলায় কুরআনের প্রথম অনুবাদক"দৈনিক নয়া দিগন্ত অনলাইন। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "নদি" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  3. ওয়াকিল আহমদ (জানুয়ারি ২০০৩)। "আখবারে এসলামীয়া"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  4. "বাংলা সাহিত্যে ঈদ-উৎসব"ঢাকা টাইমস্ অনলাইন। ২৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮ 
  5. "কুরআনের প্রথম বঙ্গানুবাদক কে?"দৈনিক সংগ্রাম। ২৬ জুলাই ২০১৮। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০ 
  6. ইসলাম খান, নুরুল (১৯৯০)। বাংলাদেশ জেলা গেজেটীয়ার টাংগাইল। ঢাকা: সংস্থাপন মন্ত্রণালয়। পৃষ্ঠা ২৭৭। 
  7. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :0 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ

[সম্পাদনা]