Mausam Noor | |
---|---|
মৌসম নুর | |
সাংসদ, রাজ্যসভা | |
কাজের মেয়াদ ৩রা এপ্রিল, ২০২০ - বর্তমান | |
নির্বাচনী এলাকা | পশ্চিমবঙ্গ |
ভাইস চেয়ারপার্সন, পশ্চিমবঙ্গ মহিলা কমিশন | |
কাজের মেয়াদ ২০১৯ - বর্তমান | |
চেয়ারপার্সন | লীনা গঙ্গোপাধ্যায় |
সাংসদ, লোকসভা | |
কাজের মেয়াদ ২০শে মে, ২০০৯ - ২৩শে মে, ২০১৯ | |
পূর্বসূরী | আসন প্রতিষ্ঠিত |
উত্তরসূরী | খগেন মূ্র্মু |
নির্বাচনী এলাকা | মালদহ উত্তর লোকসভা কেন্দ্র |
কাজের মেয়াদ ১৭ই জানুয়ারি, ২০০৯ - ১৬ই মে, ২০০৯ | |
পূর্বসূরী | রুবী নূর |
উত্তরসূরী | আবু নাসের খান চৌধুরী |
নির্বাচনী এলাকা | সুজাপুর বিধানসভা কেন্দ্র |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | অক্টোবর ১৫, ১৯৭৯
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (২০১৯ - বর্তমান) |
অন্যান্য রাজনৈতিক দল | ভারতের জাতীয় কংগ্রেস (২০০৯ - ২০১৯) |
দাম্পত্য সঙ্গী | মির্জা কায়েস বেগ |
বাসস্থান | কোতয়ালি, ইংরেজবাজার |
ধর্ম | ইসলাম |
মৌসম নুর পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় সংসদে নির্বাচিত ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একজন সাংসদ। তার পুরো নাম মৌসম বেনজির নুর।
তার পিতা ও মাতার নাম যথাক্রমে সৈয়দ মহম্মদ নুর ও রুবি নুর। মৌসম নুর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক।[১] ২০০৯ সালে মায়ের মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। এই বছর সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন। উল্লেখ্য, রুবি নুর এই কেন্দ্র থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।[২][৩][৪] এরপর সেই বছরই মালদহ উত্তর লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় সংসদে নির্বাচিত হন মৌসম।[৫]
২০০৯ সালের ১২ ডিসেম্বর তিনি মির্জা কায়েস বেগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিক পরিচয়ে মৌসম নুর বিশিষ্ট কংগ্রেস নেতা আবু বারকাত আতাউর গণী খান চৌধুরীর ভাগ্নী। তার দুই মামা আবু নাসের খান চৌধুরী ও আবু হাসেম খান চৌধুরীও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।[৬]
<ref>
ট্যাগ বৈধ নয়; mausam
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি