তড়িৎ-চৌম্বকীয় তত্ত্বে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বর্ণিত চারটি সমীকরণ ম্যাক্সওয়েলের সমীকরণসমূহ নামে পরিচিত। এই সমীকরণ গুলো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রএর বৈশিষ্ট্য এবং পদার্থের আন্তঃসংযোগসমূহ বর্ণনা করে।
ধরন | নাম | মাইক্রোস্কোপিক সমীকরণ | ম্যাক্রোস্কোপিক সমীকরণ |
---|---|---|---|
সমাকলন | গাউসের সূত্র | ||
গাউসের চুম্বকত্বের সূত্র | মাইক্রোস্কোপিকের মতোই | ||
ম্যাক্সওয়েল-ফ্যারাডে সমীকরণ (ফ্যারাডের সূত্র) | মাইক্রোস্কোপিকের মতোই | ||
অম্পেয়্যারের বর্তনী সূত্র (ম্যাক্সওয়েলের সংশোধন সহ) | |||
অন্তরক | গাউসের সূত্র | ||
গাউসের চুম্বকত্বের সূত্র | মাইক্রোস্কোপিকের মতোই | ||
ম্যাক্সওয়েল-ফ্যারাডে সমীকরণ (ফ্যারাডের আবেশ সূত্র) | মাইক্রোস্কোপিকের মতোই | ||
আম্পেরের বর্তনী সূত্র (ম্যাক্সওয়েলের সংশোধন সহ) |
ম্যাক্সওয়েলের সমীকরণগুলোতে নিচের সংকেতগুলো ব্যবহার করা হয়েছে:
ধরন | সংকেত | অর্থ | আন্তর্জাতিক একক |
---|---|---|---|
অন্তরক অপারেটর | ডাইভারজেন্স অপারেটর | প্রতি মিটার (অপারেটরটি প্রয়োগ করলেই কেবল একক পাওয়া যাবে) | |
কার্ল অপারেটর | প্রতি মিটার | ||
সময়ের সাপেক্ষে আংশিক অন্তরক | প্রতি সেকেন্ড | ||
ক্ষেত্র | E | তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা | ভোল্ট প্রতি মিটার বা নিউটন প্রতিক কুলম্ব |
B | চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব |
টেসলা ভেবার প্রতি বর্গমিটার ভোল্ট-সেকেন্ড প্রতি বর্গমিটার | |
D | তড়িৎ আবেশ বা electric displacement field বা তড়িৎ ফ্লাক্স ঘনত্ব | কুলম্ব প্রতি বর্গমিটার নিউটন প্রতি ভোল্ট-মিটার | |
H | চুম্বকায়ন ক্ষেত্র বা অক্সিলারি চৌম্বক ক্ষেত্র চৌম্ব ক্ষেত্রের তীব্রতা চৌম্ব ক্ষেত্র |
আম্পেরে প্রতি মিটার | |
ε0 | শূন্য স্থানের প্রবেশ্যতা বা তড়িৎ ধ্রুবক | ফ্যারাড প্রতি মিটার | |
μ0 | শূন্য স্থানের ভেদনযোগ্যতা বা চৌম্বক ধ্রুবক | হেনরি প্রতি মিটার নিউটন প্রতি বর্গআম্পেরে | |
আধান এবং তড়িৎ প্রবাহ | Qf(V) | V আয়তনের মাঝে মোট মুক্ত তড়িৎ আধান | কুলম্ব |
Q(V) | V আয়তনের মোট মুক্ত এবং বদ্ধ আধান | কুলম্ব | |
ρf | মুক্ত আধানের ঘনত্ব | কুলম্ব প্রতি ঘনমিটার | |
ρ | মোট আধান ঘনত্ব | কুলম্ব প্রতি ঘনমিটার | |
Jf | মুক্ত তড়িৎ প্রবাহের ঘনত্ব | আম্পেরে প্রতি বর্গমিটার | |
J | মোট তড়িৎ প্রবাহ | আম্পেরে প্রতি বর্গমিটার | |
রেখা এবং পৃষ্ঠ সমাকলন | Σ and ∂Σ | Σ যেকোন পৃষ্ঠ এবং ∂Σ সেই পৃষ্ঠের বাউন্ডারি কার্ভ। পৃষ্ঠটি সময়ের সাথে পরিবর্তিত হয় না। | |
dℓ | পথ বা বক্রের সাথে স্পর্শক হিসেবে থাকা পথদৈর্ঘ্যের ভেক্টর উপাদানের অন্তরক | মিটার | |
Σ পৃষ্ঠের ∂Σ বাউন্ডারি বরাবর তড়িৎ ক্ষেত্রের রেখা সমাকলন (∂Σ সর্বতা একটি বদ্ধ বক্র) | জুল প্রতি কুলম্ব | ||
Σ পৃষ্ঠের ∂Σ বদ্ধ বাউন্ডারি বরাবর চৌম্বক ক্ষেত্রের রেখা সমাকলন | টেসলা-মিটার | ||
Ω এবং ∂Ω | Ω যেকোন আয়তন, এবং ∂Ω হচ্ছে তার বাউন্ডারি পৃষ্ঠ। আয়তন সময়ের সাথে অপরিবর্তনীয়। | ||
dS | Σ পৃষ্ঠের সাথে লম্ব ক্ষেত্র S এর অন্তরক ভেক্টর উপাদান (S এর বদলে A ও ব্যবহার করা হয় কিন্তু তা চৌম্বক বিভবের সাথে গুলিয়ে ফেলার সম্ভাবনা আছে) | বর্গমিটার | |
বদ্ধ পৃষ্ঠ বাউন্ডারি ∂Ω বরাবর তড়িৎ ফ্লাক্স (তথা তড়িৎ ক্ষেত্রের পৃষ্ঠ সমাকলন) | জুল-মিটার প্রতি কুলম্ব | ||
বদ্ধ পৃষ্ঠ বাউন্ডারি ∂Ω বরাবর চৌম্বক ফ্লাক্স (তথা চৌম্বক ক্ষেত্রের পৃষ্ঠ সমাকলন) | টেসলা-বর্গমিটার বা ভেবার | ||
বদ্ধ পৃষ্ঠ বাউন্ডারি ∂Ω বরাবর তড়িৎ সরণ ক্ষেত্রের ফ্লাক্স | কুলম্ব | ||
Σ পৃষ্ঠ বরাবর মোট মুক্ত তড়িৎ প্রবাহ | আম্পেরে | ||
Σ পৃষ্ঠ বরাবর মোট (বদ্ধ+মুক্ত) তড়িৎ প্রবাহ | আম্পেরে |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |