| |||
| |||
নামসমূহ | |||
---|---|---|---|
ইউপ্যাক নাম
ম্যাগনেসিয়াম আয়োডাইড
| |||
শনাক্তকারী | |||
| |||
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|||
কেমস্পাইডার | |||
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০৩০.৭৩৮ | ||
ইসি-নম্বর |
| ||
পাবকেম CID
|
|||
ইউএনআইআই |
| ||
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|||
| |||
| |||
বৈশিষ্ট্য | |||
MgI2 (anhydrous) MgI2.6H2O (hexahydrate) MgI2.8H2O (octahydrate)[১] | |||
আণবিক ভর | 278.1139 g/mol (anhydrous) 386.2005 g/mol (hexahydrate) 422.236 g/mol (octahydrate) | ||
বর্ণ | white crystalline solid | ||
গন্ধ | odorless | ||
ঘনত্ব | 4.43 g/cm3 (anhydrous solid) 2.353 g/cm3 (hexahydrate solid) 2.098 g/cm3 (octahydrate solid) | ||
গলনাঙ্ক | ৬৩৭ ডিগ্রি সেলসিয়াস (১,১৭৯ ডিগ্রি ফারেনহাইট; ৯১০ kelvin) (anhydrous, decomposes) 41 °C (octahydrate, decomposes) | ||
54.7 g/100 cm3 (anhydrous, 0 °C) 148 g/100 cm3 (anhydrous, 18 °C)[২] 81 g/100 cm3 (octahydrate, 20 °C) | |||
দ্রাব্যতা | soluble in ether, alcohol and ammonia | ||
−111.0·10−6 cm3/mol | |||
গঠন | |||
স্ফটিক গঠন | Hexagonal (anhydrous) Monoclinic (hexahydrate) Orthorhombic (octahydrate) | ||
তাপ রসায়নবিদ্যা | |||
তাপ ধারকত্ব, C | 74 J/mol K | ||
স্ট্যন্ডার্ড মোলার এন্ট্রোফি এস |
134 J/mol K | ||
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
-364 kJ/mol | ||
ঝুঁকি প্রবণতা | |||
জিএইচএস চিত্রলিপি | |||
জিএইচএস সাংকেতিক শব্দ | সতর্কতা | ||
জিএইচএস বিপত্তি বিবৃতি | H315, H319 | ||
জিএইচএস সতর্কতামূলক বিবৃতি | Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | ||
এনএফপিএ ৭০৪ | |||
সম্পর্কিত যৌগ | |||
অন্যান্য অ্যানায়নসমূহ
|
Magnesium fluoride Magnesium bromide Magnesium chloride | ||
অন্যান্য ক্যাটায়নসমূহ
|
beryllium iodide calcium iodide strontium iodide barium iodide | ||
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |||
যাচাই করুন (এটি কি ?) | |||
তথ্যছক তথ্যসূত্র | |||
ম্যাগনেসিয়াম আয়োডাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত MgI2। এটি ম্যাগনেসিয়াম ধাতু এবং আয়োডিনের রাসায়নিক বিক্রিয়া থেকে গঠিত একটি আয়নিক লবণ। ম্যাগনেসিয়াম আয়োডাইড অনেক ধরনের সোদক কেলাস MgI2(H2O)x গঠন করতে পারে। ম্যাগনেসিয়াম আয়োডাইড জলে অত্যন্ত দ্রবণীয় হয়।
ম্যাগনেসিয়াম আয়োডাইডের অল্প কয়েকটি বাণিজ্যিক ব্যবহার রয়েছে। এটি জৈব সংশ্লেষণের জন্য যৌগ তৈরি করতে ব্যবহৃত হয়।
ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোআয়োডিক অ্যাসিডের বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি করা যায়:[৩]
আরেকটি পদ্ধতিতে আয়োডিনের গুঁড়োকে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে মেশালে এদের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি হয়। অনার্দ্র ম্যাগনেসিয়াম আয়োডাইড পেতে হলে বিক্রিয়াটিকে অনার্দ্র পরিবেশে পরিচালনা করতে হবে এক্ষেত্রে শুষ্ক ডাইইথাইল ইথার দ্রাবক হিসাবে ব্যবহার করা যেতে পারে।
হাইড্রোজেনের উপস্থিতিতে উচ্চ তাপেও ম্যাগনেসিয়াম আয়োডাইড স্থিতিশীল থাকে। তবে সাধারণ তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে এটি ভেঙ্গে গিয়ে আয়োডিন মৌলকে মুক্ত করে বাদামী বর্ণের হয়ে যায়। বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করলে এটি পুরোপুরি ভেঙ্গে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে।[৪] বেলিস-হিলম্যান বিক্রিয়াতে ম্যাগনেসিয়াম আয়োডাইড ব্যবহার করলে (Z)-ভিনাইল যৌগ পাওয়া যায়।[৫]