ডেভলপার | ম্যানড্রিভা |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | রহিত |
সোর্স মডেল | ওপেন সোর্স (ব্যতিক্রম রয়েছে)[১] |
প্রাথমিক মুক্তি | ২৩ জুলাই ১৯৯৮ |
সর্বশেষ মুক্তি | ২০১১ / ২৮ আগস্ট ২০১১ |
ভাষাসমূহ | বহুভাষিক |
হালনাগাদের পদ্ধতি | দীর্ঘ মেয়াদী সমর্থন |
প্যাকেজ ম্যানেজার | আরপমি (কমান্ড লাইন ফ্রন্ট এন্ড) আরপিএমড্রেক (জিটিকে ফ্রন্ট এন্ড) আরপিএম (প্যাকেজ ফরম্যাট) |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ইউজারল্যান্ড | গ্নু |
ব্যবহারকারী ইন্টারফেস | কেডিই প্লাজমা ডেস্কটপ (অফিশিয়াল)</ref> |
লাইসেন্স | [১] |
ওয়েবসাইট | ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মে ২০১৫ তারিখে |
ম্যানড্রিভা লিনাক্স (ইংরেজি: Mandriva Linux) ম্যানড্রিভার একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন ছিলো। এটি আরপমি ব্যবহার করতো।
প্রতিটি মুক্তির ভিত্তি হালনাগাদের (লিনাক্স কার্নেল, সিস্টেম সফটওয়্যার ইত্যাদি) জন্যে জীবনকাল ছিলো ১৮ মাস, আর ডেস্কটপ হালনাগাদের (উইন্ডো ম্যানেজার, ডেস্কটপ পরিবেশ, ওয়েব ব্রাউজার ইত্যাদি) জন্যে ১২ মাস। সার্ভার পণ্যগুলো তাদের মুক্তি থেকে কমপক্ষে ৫ বছর পর্যন্ত হালনাগাদ পেতো।[২]
ম্যানড্রিভা লিনাক্সের শেষ মুক্তি ছিলো আগিস্ট ২০১১ সালে। অধিকাংশ ডেভেলপারই মাজিয়া প্রকল্পে অংশগ্রহণ করে।[৩] পরবর্তীতে, বাদবাকী ডেভেলপাররা কমুনিটি সদস্যদের সাথে এক হয় ওপেনম্যানডতিভা গঠন করেন। [৪]