ম্যারি পপিন্স | |
---|---|
ম্যারি পপিন্স চরিত্র | |
প্রথম উপস্থিতি | ম্যারি পপিন্স অ্যান্ড দ্য ম্যাচ ম্যান (১৯২৬) |
স্রষ্টা | পি. এল. ট্র্যাভার্স |
চরিত্রায়ণ | |
কণ্ঠ প্রদান | |
পেশা | আয়া |
পরিবার |
|
জাতীয়তা | ইংরেজ |
ম্যারি পপিন্স একটি কাল্পনিক চরিত্র এবং পি. এল. ট্র্যাভার্স রচিত একই নামের বই ও তা থেকে উপযোগকৃত সকল সৃষ্টিকর্মের মুখ্য চরিত্র। পপিন্স একজন ঐন্দ্রজালিক ক্ষমতাসম্পন্ন ইংরেজ আয়া, যিনি লন্ডনে নাম্বার ১৭ চেরি ট্রি লেনের ব্যাঙ্কস পরিবারের বাচ্চাদের লালনপালনের দায়িত্ব নেন এবং জাদুর ছোঁয়া দিয়ে তাদের মূল্যবান শিক্ষা প্রদান করেন। ট্র্যাভার্স পপিন্স চরিত্রটির মধ্যে একজন সত্যিকারের লন্ডনের আয়ার উচ্চারণ ও শব্দভান্ডারের সাথে পরিচয় করিয়ে দেন।[১]
জুলি অ্যান্ড্রুজ ১৯৬৪ সালের চলচ্চিত্ররূপে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। ব্রিটিশ চলচ্চিত্র পত্রিকা এম্পায়ার পপিন্স চরিত্রটিকে (অ্যান্ডুজ অভিনীত) তাদের ২০১১ সালের ১০০ সেরা চলচ্চিত্রের চরিত্র তালিকায় অন্তর্ভুক্ত করে।[২] এমিলি ব্লান্ট ২০১৮ সালের অনুবর্তী পর্ব ম্যারি পপিন্স রিটার্নস-এ পপিন্স চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩] লরা মিশেল কেলি ২০০৪ সালে ওয়েস্ট এন্ডের সঙ্গীতনাট্যে পপিন্স চরিত্রে অভিনয় করে সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অলিভিয়ে পুরস্কারের মনোনয়ন লাভ করেন।