ম্যারিজ স্টোরি (ইংরেজি: Marriage Story, অনুবাদ 'বিবাহের গল্প') হল নোয়া বমবাচ রচিত, পরিচালিত ও প্রযোজিত ২০১৯ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অ্যাডাম ড্রাইভার, স্কার্লেট জোহ্যানসন, লরা ডার্ন, অ্যালান আলডা, রে লিওট্টা, অ্যাঝি রবার্টসন, জুলি হ্যাগার্টি, মেরিট উইভার ও ওয়ালেস শন। এটি একটি বৈবাহিক দম্পতির গল্প, যারা প্রায় বিবাহবিচ্ছেদের সন্নিকটে পৌছান।
২০১৭ সালের নভেম্বর মাসে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেওয়া হয় এবং একই মাসে অভিনয়শিল্পীরা এতে যোগ দেন। পরের বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসে লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক সিটিতে ছবিটির চিত্রগ্রহণ হয়। নেটফ্লিক্স কর্তৃক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটির বৈশ্বিক উদ্বোধনী প্রদর্শনীয় অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৯শে আগস্ট ভেনিস চলচ্চিত্র উৎসবে। ২০১৯ সালের ৬ই নভেম্বরে এর সীমিত পরিসরে মুক্তি দেওয়া হয় এবং ৬ই ডিসেম্বর থেকে এর ডিজিটাল স্ট্রিমিং শুরু হয়। চলচ্চিত্রটি সমালোচকদের নিকট প্রশংসিত হয়, বিশেষ করে বমবাচের চিত্রনাট্য ও পরিচালনা এবং জোহ্যানসন, ড্রাইভার ও ডার্নের অভিনয় ও এর সঙ্গীত।
২০১৯ সালের ২৯শে আগস্ট ভেনিস চলচ্চিত্র উৎসবেম্যারিজ স্টোরি চলচ্চিত্রটির বৈশ্বিক উদ্বোধনী প্রদর্শনীয় অনুষ্ঠিত হয়,[৮] এবং ২০১৯ সালের ৩১শে আগস্ট টেলুরিড চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।[৯] ২০১৯ সালের ৮ই সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়,[১০] এবং সেখানে পিপল্স চয়েস পুরস্কারে প্রথম রানার-আপ হয়।[১১] এটি নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে ২০১৯ সালের ৪ই অক্টোবর কেন্দ্রীয় চলচ্চিত্র হিসেবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়,[১২] এবং ২০১৯ সালের ৬ই অক্টোবর বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[১৩][১৪] ২০১৯ সালের ৬ই নভেম্বর নেটফ্লিক্স চলচ্চিত্রটির সীমিত পরিসরে মুক্তি দেয় এবং পরে ২০১৯ সালের ৬ই ডিসেম্বর থেকে এর ডিজিটাল স্ট্রিমিং চালু করে।[১৫]