ম্যালকম টার্নবুল | |
---|---|
![]() | |
অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৫ সেপ্টেম্বর, ২০১৫ | |
সার্বভৌম শাসক | দ্বিতীয় এলিজাবেথ |
গভর্নর-জেনারেল | পিটার কসগ্রোভ |
ডেপুটি | ওয়ারেন ট্রাস |
পূর্বসূরী | টনি অ্যাবট |
লিবারেল পার্টির নেতা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৪ সেপ্টেম্বর, ২০১৫ | |
ডেপুটি | জুলি বিশপ |
পূর্বসূরী | টনি অ্যাবট |
কাজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর, ২০০৮ – ১ ডিসেম্বর, ২০০৯ | |
ডেপুটি | জুলি বিশপ |
পূর্বসূরী | ব্রেন্ডন নেলসন |
উত্তরসূরী | টনি অ্যাবট |
যোগাযোগ মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৮ সেপ্টেম্বর, ২০১৩ – ১৪ সেপ্টেম্বর, ২০১৫ | |
প্রধানমন্ত্রী | টনি অ্যাবট |
পূর্বসূরী | অ্যান্থনি আল্বানেস |
উত্তরসূরী | শূন্য |
বিরোধীদলীয় নেতা | |
কাজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর, ২০০৮ – ১ ডিসেম্বর, ২০০৯ | |
ডেপুটি | জুলি বিশপ |
পূর্বসূরী | ব্রেন্ডন নেলসন |
উত্তরসূরী | টনি অ্যাবট |
পরিবেশ ও জলমন্ত্রী | |
কাজের মেয়াদ ৩০ জানুয়ারি, ২০০৭ – ৩ ডিসেম্বর, ২০০৭ | |
প্রধানমন্ত্রী | জন হাওয়ার্ড |
পূর্বসূরী | ইয়ান ক্যাম্পবেল |
উত্তরসূরী | পিটার গারেট |
ওয়েন্টওয়ার্থ আসনের অস্ট্রেলিয়া সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৯ অক্টোবর, ২০০৪ | |
পূর্বসূরী | পিটার কিং |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ম্যালকম ব্লাই টার্নবুল ২৪ অক্টোবর ১৯৫৪ সিডনি, অস্ট্রেলিয়া |
রাজনৈতিক দল | লিবারেল পার্টি |
অন্যান্য রাজনৈতিক দল | কোয়ালিশন |
দাম্পত্য সঙ্গী | লুসি হিউজ |
সন্তান | অ্যালেক্স ডেইজি |
প্রাক্তন শিক্ষার্থী | সিডনি বিশ্ববিদ্যালয় ব্রাসেনোজ কলেজ, অক্সফোর্ড |
ধর্ম | রোমান ক্যাথলিক[১] |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ম্যালকম ব্লাই টার্নবুল (জন্ম: ২৪ অক্টোবর, ১৯৫৪) সিডনিতে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।[২] তিনি লিবারেল পার্টি ও অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী। এরপূর্বে তিনি সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট সরকারের অধীনে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, অস্ট্রেলীয় সংসদে বিরোধী দলীয় নেতাসহ লিবারেল পার্টির সাবেক নেতা ছিলেন।
সিডনি গ্রামার স্কুল থেকে অধ্যয়ন শেষে সিডনি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন। সেখান থেকে কলায় স্নাতক ও পরবর্তীকালে আইন বিষয়ে ডিগ্রী লাভ করেন। রোডস বৃত্তি নিয়ে অক্সফোর্ডের ব্রাসেনোজ কলেজে অধ্যয়ন করেন। সেখান থেকে নাগরিক আইন বিষয়ে স্নাতক প্রাপ্ত হন। রাজনীতিতে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকতা, উকিল পেশায় নিয়োজিত ছিলেন তিনি। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ান রিপাবলিকান মুভমেন্টের সভাপতি মনোনীত হন। এ পদে তিনি ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
২০০৪ সালের ফেডারেল নির্বাচনে ওয়েন্টওয়ার্থ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১ ডিসেম্বর, ২০০৯ তারিখে টনি অ্যাবটের কাছে এক ভোটে হেরে গিয়ে দলের নেতৃত্ব হারান। সরকারের ইটিএস পরিকল্পনা বাস্তবায়নে সংসদে পাস করান। কিন্তু লিবারেল পার্টির অনেকেই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যা অস্ট্রেলিয়ার কয়লা রপ্তানীতে বাঁধার কারণ হয়ে দাড়াবে বলে আশঙ্কা করা হয়েছিল।[৩]
অলাভজনক সংস্থার অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী টমাস কেনিলি |
অস্ট্রেলিয়ান রিপাবলিকান মুভমেন্টের সভাপতি ১৯৯৩-২০০০ |
উত্তরসূরী ইয়ান চ্যাপেল |
অস্ট্রেলিয়ার সংসদ | ||
পূর্বসূরী পিটার কিং |
ওয়েন্টওয়ার্থের সংসদ সদস্য ২০০৪-বর্তমান |
নির্ধারিত হয়নি |
রাজনৈতিক দপ্তর | ||
পূর্বসূরী ইয়ান ক্যাম্পবেল |
পরিবেশ ও জলমন্ত্রী ২০০৭ |
উত্তরসূরী পিটার গারেট |
পূর্বসূরী ওয়েন সোয়ান |
অস্ট্রেলিয়ার ছায়া অর্থমন্ত্রী ২০০৭-২০০৮ |
উত্তরসূরী জুলি বিশপ |
পূর্বসূরী ব্রেন্ডন নেলসন |
বিরোধীদলীয় নেতা ২০০৮-২০০৯ |
উত্তরসূরী টনি অ্যাবট |
পূর্বসূরী টনি স্মিথ |
ছায়া যোগাযোগ মন্ত্রী ২০১০-২০১৩ |
উত্তরসূরী অ্যান্থনি আল্বানেস |
পূর্বসূরী অ্যান্থনি আল্বানেস |
যোগাযোগ মন্ত্রী ২০১৩-২০১৫ |
উত্তরসূরী নির্ধারিত হয়নি |
পূর্বসূরী টনি অ্যাবট |
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ২০১৫-বর্তমান |
নির্ধারিত হয়নি |
পার্টির রাজনৈতিক কার্যালয় | ||
পূর্বসূরী ব্রেন্ডন নেলসন |
লিবারেল পার্টির নেতা ২০০৮-২০০৯ |
উত্তরসূরী টনি অ্যাবট |
পূর্বসূরী টনি অ্যাবট |
লিবারেল পার্টির নেতা ২০১৫-বর্তমান |
নির্ধারিত হয়নি |
টেমপ্লেট:Turnbull Cabinet টেমপ্লেট:Current Australian Cabinet
টেমপ্লেট:Current New South Wales Representatives টেমপ্লেট:Liberal Party of Australia টেমপ্লেট:Leaders of the Liberal Party of Australia টেমপ্লেট:Business in Australia