| |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইভা ম্যালিন সোফিয়া লিভেনস্টাড[১] | ||
জন্ম | ১৩ সেপ্টেম্বর ১৯৮৮ | ||
জন্ম স্থান | ভেলিং, সুইডেন | ||
উচ্চতা | ১.৬৫ মিটার | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
যুব পর্যায় | |||
১৯৯৫-২০০০ | ভেলিং আইএফ | ||
২০০১–২০০৪ | মালমো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৫–২০১৫ | এলডিবি এফসি মালমো | ১৫৮ | (০) |
২০১৪ | → এআইকে (ধার) | ৯ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৮–২০১৩ | সুইডেন | ৮ | (০) |
পরিচালিত দল | |||
২০১৬–২০১৭ | এফসি রোজেনগার্ড (সহকারী) | ||
২০১৭– | এফসি রোজেনগার্ড | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 03:42, 9 October 2017 (UTC) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 14:56, 29 December 2016 (UTC) তারিখ অনুযায়ী সঠিক। |
ইভা ম্যালিন সোফিয়া লিভেনস্টাড (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯৮৮) একজন সুইডিশ ফুটবল খেলোয়াড়। তিনি সুইডেন জাতীয় মহিলা দলে ডিফেন্ডার হিসেবে খেলতেন।[২] বর্তমানে তিনি তার প্রাক্তন দল এফসি রোজেনগার্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ড্যামলসেনস্কান-এর সবচেয়ে কমবয়সী প্রধান কোচ।
২০১৩ সালের নভেম্বরে চ্যাম্পিয়নস মালমো লিভেনস্টাডকে এআইকে এর কাছে ২০১৪ সালের মৌসুমের প্রথমার্ধের জন্য ধারে খেলতে পাঠায়।[৩]
২০১৪ সালে লিভেনস্টাড খেলা থেকে অবসর নেন, তবে নভেম্বর ২০১৬ সালে এফসি রোজেনগার্ডের সহকারী কোচ পদে অধিষ্ঠিত হন। লিভেনস্টাড তার পূর্ববর্তী ক্লাব এলডিবি এফসি মালমোর অধিনায়ক ছিলেন এবং ক্লাবটির হয়ে তিনটি লিগ শিরোপা জিতেছিলেন।[৪] ২০১৭ সালের সেপ্টেম্বরে এফসি রোজেনগার্ডের প্রধান কোচ জ্যাক মাজগার্ড জেনসেনের চুক্তির মেয়াদ শেষ হলে ২০১৭ সাল মৌসুমের পরবর্ সময়ের জন লিভেনস্টাডকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দেয়া হয়।[৫]
২০০৮ সালের ফেব্রুয়ারিতে সুইডেন জাতীয় মহিলা দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক ঘটে। অভিষেক ম্যাচে তার দল নরওয়ের বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিলেন।[৬] ২০১২ সালের লন্ডন অলিম্পিকের জন্য সুইডেন দলে লিভেনস্টাডকে অন্তর্ভুক্ত করা হয়।[৭]
অবসর গ্রহণের পর এটি জানানো হয়েছিল যে লিভেনস্টাড তার সঙ্গী এবং প্রাক্তন সহপাঠী ক্যারোলিন সেগারের সাথে ফ্রান্সে বসবাস করেছিলেন।[৮]