দলের তথ্য | |
---|---|
প্রতিষ্ঠা | ১৯৯৪ (প্রথম-শ্রেণী) |
অবসান | ২০০৭ |
স্বাগতিক মাঠ | হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড |
ম্যাশোনাল্যান্ড ক্রিকেট দল জিম্বাবুয়ের ম্যাশোনাল্যান্ড প্রদেশের প্রতিনিধিত্বকারী প্রথম-শ্রেণীভূক্ত ক্রিকেট দলবিশেষ। ১৯৯৪ সাল থেকে ২০০৭ সালে লোগান কাপের পুণর্গঠন পূর্ব-পর্যন্ত দলটি অংশ নেয়। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দলটি তাদের নিজেদের খেলাগুলোর অধিকাংশ আয়োজন করে থাকে। ১৯৯৬-৯৭ মৌসুমে জেমস কার্টলি এবং ১৯৯৪, ১৯৯৫ ও ২০০৩ সালে অ্যান্ডি ফ্লাওয়ার ম্যাশোনাল্যান্ডের পক্ষে খেলেছিলেন।