চতুর্থ আমুনতাস | |
---|---|
ম্যাসিডনের রাজা | |
রাজত্ব | ৩৫৯ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | তৃতীয় পেরদিক্কাস |
উত্তরসূরি | দ্বিতীয় ফিলিপ |
জন্ম | ৩৬৫ খ্রিস্টপূর্বাব্দে ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দ |
দাম্পত্য সঙ্গী | কুনানে |
বংশধর | দ্বিতীয় ইউরিদিকে[১] |
রাজবংশ | আর্গিয়াদ |
পিতা | তৃতীয় পেরদিক্কাস |
ধর্ম | প্রাচীন গ্রিক ধর্ম |
চতুর্থ আমুনতাস (গ্রিক: Ἀμύντας; জন্ম- ৩৬৫ খ্রিস্টপূর্বাব্দ) আর্গিয়াদ রাজবংশের নামমাত্র রাজা ছিলেন, যিনি ৩৫৯ খ্রিস্টপূর্বাব্দে নাবালক অবস্থায় ম্যাসিডনের সিংহাসনে আরোহণ করেন।
চতুর্থ আমুনতাস ৩৬৫ খ্রিস্টপূর্বাব্দে[২] ম্যাসিডনের রাজা তৃতীয় পেরদিক্কাসের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন।[৩] ৩৫৯ খ্রিস্টপূর্বাব্দে পিতার মৃত্যুর পর নাবালক অবস্থায় তিনি ম্যাসিডনের সিংহাসনে আরোহণ করেন। তৃতীয় পেরদিক্কাসের ভ্রাতা দ্বিতীয় ফিলিপ তার রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত হন, কিন্তু এই বছরেই চতুর্থ আমুনতাসকে সিংহাসনচ্যুত করে দ্বিতীয় ফিলিপ নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেন। দ্বিতীয় ফিলিপ তার কন্যা কুনানের সঙ্গে চতুর্থ আমুনতাসের বিবাহ দেন।[৪] ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় ফিলিপের মৃত্যুর মহান আলেকজান্ডার ম্যাসিডনের সিংহাসনলাভ করে চতুর্থ আমুনতাসকে সিংহাসনের অন্যতম দাবীদার বিবেচনা করে নিজের শাসন নিষ্কন্টক করতে তাকে হত্যা করেন।[২]
ম্যাসিডনের চতুর্থ আমুনতাস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী তৃতীয় পেরদিক্কাস |
ম্যাসিডনের রাজা ৩৫৯ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী দ্বিতীয় ফিলিপ |