প্রথম অ্যামিনটাস | |
---|---|
ম্যাসিডনের রাজা হাখমানেশী সাম্রাজ্যের সামন্ত | |
রাজত্ব | ৫৪৭-৪৯৮ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | প্রথম আলকেতাস |
উত্তরসূরি | প্রথম আলেকজান্ডার |
দাম্পত্য সঙ্গী | ইউরিডিস |
বংশধর | প্রথম আলেকজান্ডার |
রাজবংশ | আর্গিয়াদ |
পিতা | প্রথম আলকেতাস |
ধর্ম | প্রাচীন গ্রিক ধর্ম |
প্রথম আমুনতাস (গ্রিক: Ἀμύντας) ম্যাসিডন শাসনকারী আর্গিয়াদ রাজবংশের নবম রাজা ছিলেন।
৫৪৭ খ্রিস্টপূর্বাব্দে পিতা প্রথম আলকেতাসের মৃত্যুর পর প্রথম আমুনতাস ম্যাসিডনের সিংহাসনে আরোহণ করেন। তিনি ম্যাসিডনের প্রথম শাসক ছিলেন, যিনি বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন। তিনি এথেন্সের স্বেচ্ছাচারী শাসক হিপ্পিয়াসের সঙ্গে কূটনৈতিক মিত্রতা স্থাপন করেন। পরে, হিপ্পিয়াসকে এথেন্স থেকে তাড়িয়ে দেওয়া হলে, গ্রিকদের মধ্যেকার বিবাদের সুযোগ নেওয়ার উদ্দেশ্যে তিনি তাকে অ্যান্থেমাস শহরটি উপহার দেওয়ার কথা প্রস্তাব করলে হিপ্পিয়াস তা প্রত্যাখ্যান করেন।[১] ৫১২ খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম আমুনতাস হাখমানেশী সম্রাট প্রথম দারিয়ুসের সামন্তে পরিণত হন।[২]
ম্যাসিডনের প্রথম আমুনতাস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী প্রথম আলকেতাস |
ম্যাসিডনের রাজা ৫৪৭-৪৯৮ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী প্রথম আলেকজান্ডার |