যশবন্তপুর জংশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
![]() তুমকুর রোড থেকে যশবন্তপুর জংশন রেলওয়ে স্টেশন, ২০১৪ | |
অবস্থান | তুমকুর রোড, বেঙ্গালুরু, কর্ণাটক ভারত |
স্থানাঙ্ক | ১৩°০১′ উত্তর ৭৭°৩৩′ পূর্ব / ১৩.০২° উত্তর ৭৭.৫৫° পূর্ব |
উচ্চতা | ৯১৫.০০৯ মিটার (৩,০০২.০০ ফুট) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | দক্ষিণ পশ্চিম রেল |
প্ল্যাটফর্ম | ৬ |
রেলপথ | ৮ |
নির্মাণ | |
গঠনের ধরন | গ্রেডে |
পার্কিং | হ্যাঁ |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | YPR |
ভাড়ার স্থান | দক্ষিণ পূর্ব রেল |
ইতিহাস | |
পুনর্নির্মিত | হ্যাঁ |
বৈদ্যুতীকরণ | হ্যাঁ |
অবস্থান | |
![]() |
যশবন্তপুর জংশন (স্টেশন কোড: YPR) ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর তিন প্রধান রেলওয়ে স্টেশনের একটি, যা শহরটির যশবন্তপুর পাড়ায় অবস্থিত।[১] বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশনের ব্যস্ততা কমানোর জন্য এই স্টেশন তৈরি করা হয়েছে।
যশবন্তপুর জংশনে ৬টি শীতাতপ অনিয়ন্ত্রিত রিটায়ারিং রুম ও যুক্তিসঙ্গত খরচে ১২টি ডরমিটরি বর্তমান।[২] এছাড়া সেখানে এসি ভিআইপি লাউঞ্জ, এসেনশিয়াল স্টল ও এটিএম বর্তমান। এই স্টেশনের মধ্যে ও আশেপাশের লোকদের জন্য বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা বর্তমান।[৩]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |