এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(সেপ্টেম্বর ২০১৮) |
সাধারণত যাদুকর বা যাদুকরদেরকে দেখা যায় কল্পকাহিনীতে। আধুনিক কল্পকাহিনীতে একজন যাদুকর কোন অলৌকিক উপায়ে তার যাদুকরী ক্ষমতার অধিকারী হন । কখনো কখনো উত্তরাধিকার সূত্রে একটি বিশেষ ক্ষমতা হিসেবে যাদুকরী ক্ষমতা লাভ করেন। এটি একটি অলৌকিক ক্ষমতা, মঞ্চে দেখানো হাত সাফাই বা ঐন্দ্রজালিক কার্যকলাপ থেকে এটি ভিন্ন। সর্বাধুনিক যাদুকরদের মধ্যে সম্ভবত হ্যারি পটার এবং গ্যানডালফ সবচেয়ে পরিচিত।