যাদুল মা’আদ (আরবি: زاد المعاد) হল মুসলিম পণ্ডিত ইবন কায়্যিম আল-জাওযিয়্যা কর্তৃক রচিত একটি অনুপম সীরাত গ্রন্থ। এই গ্রন্থে লেখক সীরাতের প্রসিদ্ধ অধ্যায় ও পরিচ্ছেদ বিন্যাসের পরিবর্তে মানব জীবনের সকল ক্ষেত্রে ইসলামের নবি মুহাম্মাদের কর্মপদ্ধতি ও নীতি নির্দেশনার বিবরণ দিয়েছেন এবং ফিকহি আলোচনায় হাম্বলি মাযহাবের সমাধান দিয়েছেন।[১][২][৩]