যামী গৌতম | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | পাঞ্জাব বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৮–বর্তমান |
আদি নিবাস | চন্ডিগড় |
উচ্চতা | ৫ ফুট ৫ ইঞ্চি (১.৬৫ মিটার)[২][৩] |
পিতা-মাতা | মুকেশ গৌতম (বাবা) সুরেলি গৌতম (বোন) |
যামী গৌতম (হিন্দি: यामी गौतम; জন্ম: ২৮ নভেম্বর ১৯৮৮)[৪] একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি ভারতের পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি পরিচালক মুকেশ গৌতমের কন্যা এবং সুরেলি গৌতমের বোন।
যামী গৌতম প্রাথমিকভাবে ভারতীয় টেলিভিশন বাণিজ্যিক এবং সোপ অপেরা যেমন চান্দ কে পার চালো (২০০৮), রাজকুমার আরিয়ান (২০০৮), উয়ে পেয়ার না হোগা কাম (২০০৯) এবং মীথি চোরি ন. ১ (২০১০) ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন।।
বছর | শো | ভূমিকা | চ্যানেল |
---|---|---|---|
২০০৮ | চাঁদ কি পার চলো | সানা | এনডিটিভি ইমাজিন |
২০০৮ | রাজকুমার অ্যাারিয়ান | রাজকুমারী ভৈরবী | এনডিটিভি ইমাজিন |
২০০৯ | ইয়ে পেয়ার না হোগা কাম | লেহার মাথুর বাজপেয়ী | কালারস |
২০১০ | মিঠি চোরি নং ১ | প্রতিযোগী | ইমাজিন টিভি |
২০১০ | কিচেন চ্যাম্পিয়ন সিজন ১ | প্রতিযোগী | কালারস |
এখনো উল্লেখিত চলচ্চিত্র মুক্তি দেয়া হয়নি |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | নোট |
---|---|---|---|---|
২০১০ | উলাসা উতসাহা | মহালক্ষী | কন্নড় | |
২০১১ | এক নূর | রাবিহা | পাঞ্জাবি | |
২০১১ | নুভিলা | আর্চনা | তেলুগু | |
২০১২ | ভিকি ডোনার | অসিমা রায় | হিন্দি | |
২০১২ | হিরো | গৌরি মেনন | মালয়ালম | |
২০১৩ | গৌরভাম | যাযিনী | তামিল | |
২০১৩ | যামিনী | তেলুগু | ||
২০১৩ | যুদ্ধম | মধুমিতা | তেলুগু | |
২০১৪ | টোটাল সিয়াপ্পা | আশা | হিন্দি | |
২০১৪ | অ্যাকশন জ্যাকশন | অনুশা | হিন্দি | |
২০১৫ | বদলাপুর | মিশা | হিন্দি | |
২০১৫ | কুরিয়ার বয় কল্যাণ | কাব্য | তেলুগু | |
২০১৬ | তানিলসেলভানুম থানিয়ার আঞ্জালুম | কাব্য | তামিল | |
২০১৬ | সানাম রে | শ্রুতি | হিন্দি | |
২০১৬ | জুনুনিয়াত | সুহানি কাপুর | হিন্দি | |
২০১৭ | কাবিল | সুপ্রিয়া ভাটনাগার | হিন্দি | |
২০১৭ | সরকার ৩ | অনু কারকারে | হিন্দি | |
২০১৮ | বাত্তি গুল মিটার চালু | আইনজীবী গুলনার রিজভি | হিন্দি | |
২০১৯ | বালা | - | হিন্দি | |
২০২৪ | আর্টিকেল ৩৭০ | হিন্দি |
বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ | ফলাফল |
---|---|---|---|---|
২০১২ | ভিকি ডোনার | ৫তম বোরোপ্লাস গোল্ড অ্যাওয়ার্ডস | টিভি থেকে উদীয়মান চলচ্চিত্র তারকা | বিজয়ী[৫] |
ভাস্কর বলিউড অ্যাওয়ার্ডস | বছরের সেরা তাজা প্রবেশ | মনোনীত[৬] | ||
পিপলস চয়েস অ্যাওয়ার্ডস ইন্ডিয়া | সেরা অভিনেতা অভিষেক (পুরুষ/নারী) | মনোনীত[৭] | ||
বড় তারকা বিনোদন পুরস্কার | সবচেয়ে বিনোদনকর অভিনেতা (চলচ্চিত্র) অভিষেক – নারী | বিজয়ী[৮] | ||
২০১৩ | ইটিসি বলিউড বাণিজ্যিক পুরস্কার | সবচেয়ে লাভজনক ডেব্যু (নারী) | মনোনীত[৯] | |
ফিল্মফেয়ার পুরস্কার | সেরা নারী ডেব্যু | মনোনীত[১০] | ||
স্ক্রিন অ্যাওয়ার্ডস | সবচেয়ে আশাপ্রদ নবাগতা – নারী | মনোনীত[১১] | ||
জি সিনে পুরস্কার | সেরা নারী ডেব্যু | বিজয়ী[১২] | ||
স্টারডাস্ট অ্যাওয়ার্ডস | সেরা অভিনেত্রী | মনোনীত[১৩] | ||
আগামীকালের সুপারস্টার – নারী | মনোনীত[১৩] | |||
স্টার গিল্ড অ্যাওয়ার্ডস | সেরা নারী ডেব্যু | মনোনীত[১৪] | ||
টাইমস অফ ইন্ডিয়া চলচ্চিত্র পুরস্কার | সেরা ডেব্যু – নারী | মনোনীত[১৫] | ||
আইফা পুরস্কার | বছরের সেরা তারকা ডেব্যু – নারী | বিজয়ী[১৬] |