How someone with synesthesia might perceive certain letters and numbers. Synesthetes see characters just as others do (in whichever color actually displayed) but may simultaneously perceive colors as associated with or evoked by each one.
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং দার্শনিক জন লক ১৯৬০ সালে সর্বপ্রথম যুগ্মবেদন সম্পর্কে নথিবদ্ধ করেন। তার রোগী প্রতিবেদন অনুসারে একজন অন্ধ ব্যক্তি হলেও ভেঁপুর আওয়াজ শুনার সময় টকটকে লাল রং দেখতে পায় বলে জানায়।[৭] যাইহোক, লক আদৌ যুগ্মবেদনে আক্রান্ত রোগীর তথ্যই সর্বপ্রথম শনাক্ত করেছিলেন, নাকি বিষয়টাকে রূপক অর্থ নথিবদ্ধ করেছেন, তানিয়ে বিতর্ক আছে।[৮] জার্মান চিকিৎসক জর্জ টোবিয়াস প্রথম চিকিৎসক হিসেবে ১৮১২ সালে যুগ্মবেদনে আক্রান্ত হন।[৮][৯][১০]