এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |
যৌন-সম্পর্কিত বংশাণুর উত্তরাধিকার হলো এক ধরনের বিশেষ পদ্ধতি যার মাধ্যমে যৌন-সম্পর্কিত বংশাণু বা যৌন ক্রোমোজোমাল বৈশিষ্ট্য সর্বদা পিতা হতে কন্যা এবং মাতা হতে পুত্রে সঞ্চারিত হয়।[২]
যৌন-সম্পর্কিত বংশাণু সর্বপ্রথম আবিস্কৃত হয় ড্রসোফিলা মাছিতে। আমেরিকান জেনেটিসিস্ট টি. এইচ. মর্গান ড্রসোফিলা মাছিকে জেনেটিক্স গবেষণায় ব্যবহার করেছিলেন।[৩]
সকল একলৈঙ্গিক প্রাণীতে দুই প্রকার ক্রোমোজোম দেখা যায়। অটোসোমাল ক্রোমোজোম বা অটোসোম ও যৌন ক্রোমোজোম বা হেটারোসোম। প্রাণির লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে অটোসোমগুলোর কোন ভুমিকা থাকে না। কিন্তু যৌন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে সুস্পষ্ট ভূমিকা পালন করে। জীববিজ্ঞানীরা যৌন ক্রোমোজোমকে X ক্রোমোজোম নামে অভিহিত করেন। এই X ক্রোমোজোমে অবস্থিত বংশাণুগুলোকে যৌন-সম্পর্কিত বংশাণু বলে।
(A) | (B) | (C) |
বংশ পরম্পরায় সঞ্চারিত রোগ
সঞ্চারণ প্রক্রিয়া[সম্পাদনা]যৌন-সম্পর্কিত বংশাণুগুলোর বংশগতি অটোসোম বংশাণুগুলি থেকে সম্পূর্ণ ভিন্ন কেননা এই বংশাণুগুলি শুধুমাত্র X ক্রোমোজোমের মাধ্যমেই বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। অর্থাৎ এ বংশাণুগুলি সর্বদা পিতা হতে কন্যা এবং মাতা হতে পুুত্রে সঞ্চারিত হয়। সঞ্চারণের এই বিশেষ পদ্ধতিকে যৌন-সম্পর্কিত বংশাণুর উত্তরাধিকার বলা হয়।[৪] তথ্যসূত্র[সম্পাদনা]
|