রকেট্রি: দ্য নম্বি ইফেক্ট | |
---|---|
পরিচালক | মাধবন |
প্রযোজক | সারিতা মাধবন মাধবন |
চিত্রনাট্যকার | মাধবন |
শ্রেষ্ঠাংশে | মাধবন সিমরান |
সুরকার | শ্যাম সি. এস. |
চিত্রগ্রাহক | শীর্ষা রায় |
সম্পাদক | বিজিত বালা |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | ইংরেজি, তামিল এবং হিন্দি |
নির্মাণব্যয় | ২৫ কোটি |
আয় | ৪৫ কোটি |
রকেট্রি: দ্য নম্বি ইফেক্ট হল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার চলচ্চিত্র, চলচ্চিত্রটির পরিচালক হলেন মাধবন, যিনি একই সঙ্গে চলচ্চিত্রটি তার স্ত্রী সারিতাকে নিয়ে প্রযোজনা করেছেন এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এটি তার পরিচালনা করা প্রথম চলচ্চিত্র, তার সঙ্গে অভিনয় করেছেন সিমরান। মাধবন নাম্বি নারায়ণনরে চরিত্রে অভিনয় করেছেন।[১][২]
চলচ্চিত্রটির কাহিনী নাম্বি নারায়ণনের জীবন নিয়ে যিনি একজন ভারতীয় বিজ্ঞানী ছিলেন এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার হয়ে কাজ করছিলেন যার বিরুদ্ধে ভারত সরকার অভিযোগ তুলেছিলো যে, তিনি নাকি ভারত সরকারের গোপন তথ্য বিদেশে পাচার করছেন।[৩]
চলচ্চিত্রটি তামিল ভাষা ছাড়াও হিন্দি এবং ইংরেজি ভাষাতেও একই সঙ্গে নির্মিত হয়েছে।