রঘুগড় রাজ্য

রঘুগড় রাজ্য
राघोगढ़
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৬৭৩–১৯৪৭

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত রঘুগড় রাজ্যের মানচিত্র
রাজধানীরঘুগড়
আয়তন 
• ১৯০১
১০৯ বর্গকিলোমিটার (৪২ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১৯,৪৪৬
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৬৭৩
১৯৪৭
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশগুনা জেলা, মধ্যপ্রদেশ, ভারত
রঘুগড়ের রাজা ধীরাজ সিংহ (১৬৯৭-১৭২৬)
রঘুগড়ের রাগমালা চিত্রশৈলী৷ পূর্বে রাজারা এই ধরনের চিত্রের পৃষ্ঠপোষক ছিলেন এবং এগুলির কীর্তিস্তরে উন্নীত করতে পরিকর হতেন৷

রঘুগড় রাজ্য (যা রাঘোগড় বা খিচিওয়াড়া নামেও পরিচিত) ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির গোয়ালিয়র রেসিডেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[] এটি ছিলো ১০৯ বর্গ কিলোমিটার ক্ষেত্রফলবিশিষ্ট ঠাকুর শাসিত একটি রাজ্য, ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এই‌ রাজ্যের জনসংখ্যা ছিল ১৯,৪৪৬ জন। রাজ্যটির পশ্চিম সীমান্ত বরাবর ছিল পার্বতী নদী।[] পূর্বতন রাজধানী রঘুগড়[] বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের গুনা জেলায় অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

চৌহান খিচি রাজগোষ্ঠীর এক রাজপুত লাল সিং খিচি ১৬৭৩ খ্রিস্টাব্দে রঘুগড় রাজ্যের প্রতিষ্ঠা করেন৷ দিল্লির প্রতিষ্ঠাতা পৃথ্বীরাজ চৌহান বংশগত ভাবে ঐ একই বংশের অপর শাখার উত্তরসূরী ছিলেন৷ প্রতিষ্ঠা বর্ষে রাজা লাল সিং এখানে রাঘোগড় বা রঘুগড় নামে একটি দুর্গ নির্মাণ করেন এবং ১৬৭৭ খ্রিস্টাব্দতে তিনি দুর্গটির নামানুসারে রাজ্যটির নাম দেন রঘুগড়৷ প্রায় একশ বছর ধরে রাজ্যটি উন্নতির শিখরে পৌঁছাতে বদ্ধ পরিকর হলেও ১৭৪০ খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা মহাদজী সিন্ধিয়ার তৎপরতায় এই রাজ্য আক্রমণ করলে রাজ্যটির খ্যাতি ধীরে ধীরে কমতে শুরু করে৷[]

১৮১৮ খ্রিস্টাব্দে এটি একটি বিতর্কিত অঞ্চলে পরিণত হয়৷ পরে ব্রিটিশ সরকারের সাহায্যে সমস্যার নিষ্পত্তি হয় ও এটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷[]

শাসকবর্গ

[সম্পাদনা]

রঘুগড় রাজ্যের শাসকগণ চৌহান খিচি রাজগোষ্ঠীর রাজপুত ছিলেন,[] তারা রাজা উপাধিতে ভূষিত হতেন৷[]

  • ১৬৭৩ - ১৬৯৭ হিন্দুপত রাজা লাল সিংজী - রাজ্যটির প্রতিষ্ঠাতা
    • গুগোর কেল্লা - গুগর ছিলো বারনের হদা রাজাদের আক্রমণের মোক্ষম স্থান, ফলে খিচি শাসক এখানে একটি দুর্গ নির্মাণ করেন৷ তার অন্যান্য ভাইদের মধ্যে একজন পান ভামওয়াড়, আজব সিং পান গুনা এবং অপরজন পান মকসূদনগড় রাজ্য৷
  • ১৬৯৭ - ১৭২৬ ধীরাজ সিং
  • ১৭২৬ - ১৭২৯ গজ সিং
  • ১৭৩০ - ১৭৪৪ রাজা প্রথম বিক্রমাদিত্য
  • ১৭৪৪ - ১৭৭০ রাজা প্রথম বলভদ্র সিং
  • ১৭৭০ - ১৭৯৭ রাজা বলবন্ত সিং
  • ১৭৯৭ - ১৮১৮ হিন্দুপত রাজা জয় সিং
  • ১৮১৮ - ১৮৫৬ রাজা অজিত সিং
  • ১৮৫৬ - ১৯০০ রাজা জয়মণ্ডল সিং
  • ১৯০০ - ১৯০২ রাজা দ্বিতীয় বিক্রমজিৎ সিং
  • ১৯০২ - ১৯৪৫ রাজা বাহাদুর সিং
  • ১৯৪৫ - ১৯৬৭ রাজা দ্বিতীয় বলভদ্র সিং

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Gwalior Residency"। ব্রিটিশ বিশ্বকোষ12 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। 
  2. Imperial Gazetteer of India, v. 21, p. 34.
  3. Raghogarh (Thikana)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]