রজার কর্নবার্গ | |
---|---|
জন্ম | রজার ডেভিড কর্নবার্গ ২৪ এপ্রিল ১৯৪৭ |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (স্নাতক), স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (পিএইচডি) |
পরিচিতির কারণ | Transmission of genetic information from DNA to RNA |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (২০০৬), Louisa Gross Horwitz Prize (2006), Gairdner Foundation International Award (2000), Harvey Prize (1997) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | Structural biology |
প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
স্বাক্ষর | |
![]() |
রজার কর্নবার্গ (ইংরেজি: Roger D. Kornberg) (জন্ম: এপ্রিল ২৪, ১৯৪৭) মার্কিন জীব-রসায়নবিদ এবং স্ট্যানফোর্ড ইউনিভারসিটির স্কুল অব মেডিসিন বিভাগের গাঠনিক জীববিজ্ঞানের অধ্যাপক, একজন নোবেল ল'রিয়েট।
১৯৪৭ সালে রজার সেন্ট লুইস, মিসৌরিতে জন্ম গ্রহণ করেন। ১৯৬৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন। ১৯৭২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল-ফিজিক্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সাল থেকে তিনি ষ্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাঠনিক জীববিজ্ঞানের অধ্যাপক।
রজার জেনেটিক গবেষণার জন্য ২০০৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।[১]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |