রজার ওয়ালকট স্পেরি | |
---|---|
![]() | |
জন্ম | আগস্ট ২০, ১৯১৩ |
মৃত্যু | এপ্রিল ১৭, ১৯৯৪ | (aged 80)
মাতৃশিক্ষায়তন | Oberlin College শিকাগো বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Split-brain research Chemoaffinity hypothesis |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৮১ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | Neuropsychology |
ডক্টরাল উপদেষ্টা | Paul A. Weiss |
রজার ওয়ালকট স্পেরি (ইংরেজি ভাষায়: Roger Wolcott Sperry) (২০শে আগস্ট, ১৯১৩ - ১৭ই এপ্রিল, ১৯৯৪) প্রখ্যাত মার্কিন স্নায়ুজীববিজ্ঞানী ও স্নায়ুমনোবিজ্ঞানী। তিনি মানুষের মস্তিষ্কের একটি স্তরের বিভাগগুলোর পৃথক পৃথক বৈশিষ্ট্য ও ক্রিয়া আবিষ্কারের জন্য ১৯৮১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[১][২][৩]
স্পেরির প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় কানেক্টিকাটের এল্মউড এবং ওয়েস্টা হার্টফোর্ডের উইলিয়াম হল হাই স্কুলে। এরপর অ্যামোস সি মিলার বৃত্তি নিয়ে ওবার্লিন কলেজে পড়তে যান। এই কলেজ থেকেই ১৯৩৫ সালে ইংরেজি ভাষা ও সাহিত্যে এবি ডিগ্রি অর্জন করেন। একই কলেজ থেকে ১৯৩৭ সালে মনোবিজ্ঞানে মাস্টার্স অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। মাস্টার্সে তার অধ্যাপক ছিলেন আর এইচ স্টেটসন। দুই বছরে মাস্টার্স শেষ করার পর আরও এক বছর ওবার্লিনে পড়াশনা করেন যার উদ্দেশ্য ছিল প্রাণিবিজ্ঞানে পিএইচডি করার প্রস্তুতি গ্রহণ। এই প্রস্তুতি নিয়ে পরের বছর প্রাণিবিজ্ঞানে পিএইচডি করার জন্য ইউনিভার্সিটি অফ শিকাগোতে ভর্তি হন। এ সময় তার ডক্টোরাল উপদেষ্টা ছিলেন অধ্যাপক পল এ ওয়াইজ। ১৯৪১ সলে শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর এক বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপক কার্ল এস ল্যাশলির অধীনে ডক্টোরাল-উত্তর গবেষণা করেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা করেছিলেন ন্যাশনাল রিসার্চ কাউন্সিল ফেলো হিসেবে।
কর্মজীবনে রজার স্পেরি নিম্নলিখিত দায়িত্বগুলো পালন করেছেন: