রজুবুল | |
---|---|
ইন্দো-সিথিয় শাসক | |
পূর্বসূরি | দ্বিতীয় স্ত্রাতোন সোতের (ইন্দো-গ্রিক শাসক) |
উত্তরসূরি | শোডাস |
দাম্পত্য সঙ্গী | অয়শিঅ |
বংশধর | শোডাস |
রজুবুল বা রঞ্জুবুল[১] ইন্দো-সিথিয় শাসক ছিলেন, যিনি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষ ভাগ হতে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর প্রথমার্ধ পর্য্যন্ত পূর্ব পাঞ্জাব ও উত্তরাপথের মথুরা অঞ্চল শাসন করেন। তিনি শেষ ইন্দো-গ্রিক শাসক দ্বিতীয় স্ত্রাতোন সোতেরকে সিংহাসনচ্যুত করে ইন্দো-গ্রিক রাজ্যের অবসান ঘটান।
ভারতের মথুরা শহরে আবিষ্কৃত মথুরা সিংহ স্তম্ভশীর্ষ ভাস্কর্য্যে উৎকীর্ণ শিলালিপিতে রজুবুলের নাম উৎকীর্ণ রয়েছে। এই লিপি অনুসারে, খড়ওস্তের কন্যা তথা রজুবুলের পত্নী অয়শিঅ[২] গৌতম বুদ্ধের স্মৃতিতে স্তূপ নির্মাণ করান।[৩][৪][৫]
রজুবুল
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী দ্বিতীয় স্ত্রাতোন সোতের (ইন্দো-গ্রিক শাসক) |
ইন্দো-সিথিয় সত্রপ পূর্ব পাঞ্জাব, মথুরা |
উত্তরসূরী শোডাস |