সাইটের প্রকার | চলচ্চিত্র সমালোচক ও ইন্টারনেট ফোরাম |
---|---|
মালিক |
|
প্রস্তুতকারক | স্নেহ ড্যুং |
ওয়েবসাইট | রটেন টম্যাটোস.কম |
অ্যালেক্সা অবস্থান | ৭৫৬ (মার্চ ২০১২)[২] |
বাণিজ্যিক | হ্যাঁ |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | ১৯৯৯ |
রটেন টম্যাটোস (ইংরেজি: Rotten Tomatoes) একটি ওয়েবসাইট যা চলচ্চিত্র এবং ভিডিও গেম্স বিষয়ক সমালোচনা, তথ্য ও সংবাদ সংগ্রহ ও প্রকাশ করে। মঞ্চে কোন প্রদর্শনী খারাপ হলে দর্শকরা সাধারণত পঁচা টমেটো ছুঁড়ে মারে। এই ধারণা থেকেই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে। এতে যেকোন সমালোচনা কেবল ভাল (fresh) বা পঁচা (rotten) হতে পারে। চলচ্চিত্রের ক্ষেত্রে সমালোচনাগুলো ভাল না পঁচা তা নির্বাচন করা হয়। শতকরা ৬০ ভাগের বেশি সমালোচনা ভাল হলেই কেবল সেটিকে ভাল বলা হয়। এর নিচে নেমে গেলে তা পঁচা বা রটেন হিসেবে চিহ্নিত হয়।
রটেন টম্যাটোস ওয়েবসাইট ১২ অগাষ্ট ১৯৯৯ সালে স্নেহ ড্যুং প্রতিষ্ঠা করেন। [৩] ড্যুংয়ের প্রাথমিক লক্ষ্য ছিল 'বিভিন্ন মার্কিন চলচ্চিত্রের পর্যালোচনা তৈরি করা যা সহজেই সবাই দেখতে পারবে।'[৪] ড্যুংয়ের জ্যাকি চ্যানের চলচ্চিত্র নিয়ে আগ্রহ ছিল বলে এ ধরনের ওয়েবসাইট তৈরির পিছনের কারণ।