রাতিবাটি | |
---|---|
সেন্সাস টাউন | |
পশ্চিমবঙ্গে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৯′ উত্তর ৮৭°০২′ পূর্ব / ২৩.৬৫° উত্তর ৮৭.০৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পশ্চিম বর্ধমান জেলা |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,৫০৮ |
বিশেষণ | আসানসোলবাসী |
ভাষা | |
• দপ্তরীক | বাংলা |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭১৩৩৩৯ |
টেলিফোন কোড | ৯১ ৩৪১ ২৩৪ |
লোকসভা কেন্দ্র | আসানসোল |
বিধানসভা কেন্দ্র | জামুরিয়া |
ওয়েবসাইট | bardhaman |
রাতিবাটি রাণীগঞ্জ সমষ্টি ব্লকের একটি সেন্সাস টাউন ( শহর) এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সদরের মহকুমার আসানসোল উত্তর থানার অধীনস্থ এই শহরটি।
রাতিবাটি ২৩ ° ৩৯ উত্তর ও ৮৭ ° ০২ পূর্বে অবস্থিত।আসানসোল পূর্বাতিক্ষিত মাটি দ্বারা গঠিত।এই এলাকাটি দুটি শক্তিশালী নদীগুলির মধ্যে রয়েছে - দামোদর এবং অজয়।তারা একে অপরকে একে অপরের সমান্তরালভাবে প্রবাহিত করে- দুই নদীর মাঝামাঝি দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার।
কয়লা আবিষ্কার এলাকার শিল্পায়ন এবং বেশিরভাগ বন পরিষ্কার হয়ে গেছে। [১]
রাতিবাটি হল কয়লা খনি এলাকার মাঝে অবস্থিত। [২] এটি কোল ইন্ডিয়া লিমিটেডের একটি এলাকা হিসাবু, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সাতগ্রাম অঞ্চলে অবস্থিত।রাতিবারির ডাকঘরটি কালীপাতারীতে অবস্থিত।ইস্টার্ন কোলফিল্ডের সাতগ্রাম অঞ্চলের কলিয়ারগুলি হল: কালিদাসপুর, জে কেএনগার, সাতগ্রাম, রাটিবাটি, চ্যাপুয়ী খাস, মিঠাপুর, নিমচা, যেমহরী, বিশুদ্ধ সিয়াসল, তিরথ, কুইর্দীহ, আদ্রদ্রগ্রাম ওসিপি এবং সিটলডাসজি ওসিপি। [৩]
রতিবাটি হিন্দি উচ্চ বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত একটি হিন্দি-মধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানI এটিতে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টিতে দশটি কম্পিউটার, একটি গ্রন্থাগার এবং একটি খেলার মাঠ রয়েছে।[৪] রাতিবাটিতে দুটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। [৫]